দৈনিকবার্তা-ঢাকা,৭ সেপ্টেম্বর: পি.এস.সি, জে.এস.সি, এস.এস.সি এবং এইচ.এস.সি এই চারটি পাবলিক পরীক্ষা বিরতিহীন ও কম সময়ে নেয়ার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ৷ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মোয়াজ্জেম হোসেন রতনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান৷
এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে নাহিদ জানান, দেশে বর্তমানে এমপিওভুক্ত মাদরাসার সংখ্যা ৭ হাজার ৫৯৮টি৷ যেখানে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪ লাখ ৭ হাজার ৪৭১ জন৷ এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিৰকদের বেতন বাবদ প্রতিমাসে মোট ১৬৪ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ৩২৩ টাকা ব্যায় হয়৷ এছাড়া দেশে এমপিও বিহীন মাদরাসার সংখ্যা এক হাজার ৬০৭টি বলেও জানান শিক্ষামন্ত্রী৷
আ ফ ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস বাংলাদেশে স্থাপনের মাধ্যমে হাজার হাজার শিৰার্থীর দেশে বিশ্বমানের শিঙ্া অর্জনের সুযোগ পাবে৷ তিনি জানান, বাংলাদেশে বিদেশী বিশ্ববিদ্যালয় কার্যক্রম বিধিমালা-২০১৪ প্রণয়নের মাধ্যমে দেশে আনত্মর্জাতিক পর্যায়ের মানসম্মত এবং খ্যাতিনামা শিৰা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করা হয়েছে৷
মোরশেদুল আলমের প্রশ্নের জবাবে শিৰামন্ত্রী বলেন, বাসত্মাবানাধীন জাতীয় শিৰানীতি-২০১০ এর বেশ কিছু সুপারিশ ইতিমধ্যে বাসত্মবায়িত হয়েছে৷ কিছু সুপারিশ বাসত্মবায়নের কাজ চলছে আরো কিছু সুপারিশ বাসত্মবায়নাধীন রয়েছে৷ এ নীতিমালায় মেয়েদের জন্য উপবৃত্তি প্রদান, শিৰার সুযোগ সৃষ্টির লৰে স্কুল কলেজ মাদরাসা ও কারিগরির জন্য অবকাঠামো উন্নয়ন মাধ্যমিক পর্যায়ে সহকারি শিৰকদের তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীর গেজেটেড পদ মর্যাদায় উন্নতিকরণ প্রথম শ্রেণীতে ভর্তির ৰেত্রে লটারি চালুকরণ শিৰা কার্যক্রম ও শিৰা ব্যবস্থাপনায় নতুন কারিক্যুলাম অনত্মভর্ুক্তকরণ, ডিজিটালাইজেশন ও অনলাইন কার্যক্রম গ্রহণ, এ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন উচ্চ শিক্ষার সুযোগদানের জন্য নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, স্নাতক পর্যায়ে মেয়েদেও জন্য অবৈতনিক শিক্ষার কার্যক্রম বাসত্মবায়ন করা হচ্ছে৷
মো শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকারের বিগত মেয়াদের ২০১০ সালে এক হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হরা হয়েছে৷ বাজেটের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাপ্তিসাপেক্ষে এমপিও নির্দেশিকা অনুসরণ করে যোগ্য প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এমপিওভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে৷
নুরুল হকের প্রশ্নের জবাবে নাহিদ বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ি প্রতিটি উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের পরিকল্পনা সরকারের আছে৷ তবে তা পর্যায়ক্রমে বাসত্মবায়ন করা হবে৷