image_54272.einuদৈনিকবার্তা-ঢাকা,৭সেপ্টেম্বর:তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তরুণ-যুবকসহ দশের জনগণের একটি বড়ো অংশকে যোগাযোগ প্রযুক্তিগত দক্ষতায় গড়ে তোলা গেলেই কেবল দেশ থেকে জঙ্গিবাদকে উচ্ছেদ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ সম্ভব হবে৷

তিনি বলেন, মোটাদাগে হলেও দেশবাসীকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ করা না গেলে ডিজিটাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপরীতে জঙ্গিগোষ্ঠীর পৃষ্ঠপোষক হিসেবে এ্যানালগ বেগম জিয়া’ দেশের উন্নয়নের জন্য হুমকি হিসেবেই থেকে যাবেন৷

মন্ত্রী রোববার দুপুরে ইস্কাটনের বিয়াম মিলনায়তনে প্রধানমন্ত্রীর একসেস টু ইনফর্মেশন (এটুআই) প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত সন্মাণণা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন৷তথ্যমন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বর্তমান বিশ্বে একটি জাতির উন্নয়নের অন্যতম হাতিয়ার৷ দেশের উন্নয়নে আমাদের ৪টি যুদ্ধে জয়লাভ করতে হবে৷ সেগুলি হচ্ছে-দারিদ্র বিমোচন,পরিবেশ বিপর্যয় থেকে পরিত্রাণ,লিঙ্গ বৈষম্য হ্রাস এবং চতুর্থ ও সর্বশেষে আমাদের দেশের প্রেক্ষাপটে উন্নয়নের পূর্বশর্তই হচ্ছে দেশ থেকে জঙ্গিবাদকে উচ্ছেছদ করা৷

তিনি আক্ষেপ করে বলেন,এই সরকারের আইসিটি প্রকল্পের মাধ্যমে সরকারের ২৫ হাজার দপ্তরের তথ্য সংযোজন করে পৃথিবীর অন্যতম বড়ো ওয়েব পোর্টাল বা জাতীয় তথ্য বাতায়ন তৈরী করা হলেও দুভর্াগ্যজনক যে,অনেক সরকারী – বেসরকারী উচ্চ পর্যায়ের কর্মকর্তা কম্পিউটার বা নেট ব্যবহার করতে জানেন না৷ এমপি এমনকি রাজনৈতিক দলের নেতৃবৃন্দও এই একই দলে পড়েন, যা এই যুগে মোটেও কাঙ্খিত নয়৷ হাতের মুঠোয় বিশ্বের জ্ঞান ভান্ডারকে পেয়েও যে কারনে অনেকেই ধমর্ীয় গোঁড়ামি ও কুসংস্কার বাদ দিতে পারেন না৷

প্রধানমন্ত্রীর রুপকল্প-২০২১’ এর অনেক আগেই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রুপানত্মরিত করে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব উলেস্নখ করে ইনু বলেন, এজন্য কম্পিউটার ও ইনটারনেট ব্যবহারে দক্ষতা অর্জন করা এবং হাইস্পীড ব্রড ব্যান্ড ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকা জরুরী৷

ইউএসএআইডি’র কারিগরি সহায়তায় পরিচালিত অনুষ্ঠানে দেশের ইউনিয়ন,উপজেলা,জেলা ও বিভাগীয় পর্যায়ের মোট ২৫ হাজার জাতীয় তথ্য বাতায়ন থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ৩৪টি ‘বাতায়নকে’ সন্মানণা প্রদান করা হয়৷

শ্রেষ্ঠ বিভাগীয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পোর্টালেরর পুরস্কার পায়- বিভাগীয় পোর্টাল খুলনা,শ্রেষ্ঠ জেলা পোর্টালের পুরস্কার জিতে নেয় মুন্সিগঞ্জ জেলা, শ্রেষ্ঠ উপজেলা পোর্টালের পুরস্কার জেতে ‘কলাপাড়া উপজেলা পোর্টাল’ পটুয়াখালী এবং শ্রেষ্ঠ ইউনিয়ন ওয়েব পোর্টালের পুরস্কার লাভ করে মাদারীপুর জেলার বাহাদুরপুর ইউনিয়ন৷

অনুষ্ঠানে সাইবার অপরাধ মোকাবেলায় আইন প্রণয়ণের গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী বলেন,এক শ্রেনীর স্বার্থান্বেষী মহলের বুঝে-নাবুঝে বা বিরাধিতার স্বার্থেই কেবল বিরোধিতা মেনে নিয়েই এই গুরম্নত্বপূর্ণ পদৰেপ নিতে হবে৷

হাসানুল হক ইনু এয়ার ভাইস মার্শাল (অব:) এ কে খন্দোকারের বই সম্পর্কে আলোকপাত করতে গিয়ে বলেন,’মুক্তিযুদ্ধ একটি বিরাট বিষয়,একটি জনযুদ্ধ৷ সেখানে আমি মুক্তিযোদ্ধা হিসেবে সম্মুখ সমরে থাকার ভূমিকাকে একটি পিঁপড়ের চেয়ে বেশি ভুমিকা পালনকারী হিসেবে দেখিনা৷ তাই নিজের যুদ্ধক্ষেত্র এবং চারপাশ,বাসত্মব অভিজ্ঞতা-এসব নিয়ে আলোচনা করলেই ভালো হয়৷

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষযক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক দেশের ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ান তথ্যসেবা কেন্দ্রের মাধ্যমে তথ্য প্রযুক্তি সেবা জগণের দোঁড়গোড়ায় পৌঁছে দেয়াকে সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনের অন্যতম সাফল্য উল্লেখ করে বলেন, ‘এখন ঘরে বসেই মোবাইল এসএমএস এর মাধ্যমে প্রত্যনত্ম অঞ্চলের শিক্ষাথর্ীরাও নিভর্’লভাবে পরীক্ষার ফল জানতে পারছে৷’ দেশে মোবাইল সীম ব্যবহারকারী ১১ কোটি এবং ৪ কোটি মোবাইল ব্যবহারকারী রয়েছে বলেও তিনি জানান৷
একটি বিশাল জনগোষ্ঠীর কর্মক্ষেত্র সৃষ্টি ছাড়াও নারীর ক্ষমতায়নে এবং দেশের পর্যটন শিল্পের বিকাশে তথ্য ওযোগাযোগ প্রযুক্তি যুগানত্মকারী ভূমিকা পালন করে যাচ্ছে বলেও তিনি জানান৷

মন্ত্রি পরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সম্বয় ও সংস্কার) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সোবহান সিকদার,একসেস টু ইনফর্মেশন (এটুআই) প্রকল্পের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার,বাংলাদেশে ইউএনডিপি’র সহকারী আবাসিক প্রতিনিধি কে এ এম মোর্শেদ, খুলনার বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ,মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল ইসলাম বাদল প্রমুখ৷