দৈনিকবার্তা-ঢাকা,৭ সেপ্টেম্বর: ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) বিকাশে দেশের বিভিন্ন এলাকার সম্ভাবনাময় ক্ষুদ্র উদ্যোক্তা খুঁজে বের করে তাদেরকে ব্যাংকঋণ প্রদানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক৷এ লক্ষে নির্দিষ্ট এলাকা নির্বাচন করে ওই এলাকার সম্ভাবনাময় খাত উন্নয়নে কেন্দ্রিয় ব্যাংকের কর্মকর্তারা সরাসরি কাজ শুরু করেছেন৷ এ সব এলাকায় যে সব ব্যাংক রয়েছে, সেসব ব্যাংকের এসএমই কর্মকর্তাদেরও এ প্রক্রিয়ায় অনত্মর্ভূক্ত করা হচ্ছে৷
সম্প্রতি কেরানীগঞ্জের হালকা প্রকৌশল শিল্প বিকাশে বাংলাদেশ ব্যাংক ৩২টি বাণিজ্যিক ব্যাংকের এসএমই কর্মকর্তাদের নিয়ে এ ধরনের একটি সভা করেছে৷এ প্রসঙ্গে কেন্দ্রিয় ব্যাংকের এসএমই এন্ড স্পেশ্যাল প্রোগ্রামস্ বিভাগের মহাব্যবস্থাপক মো. মাছুম পাটোয়ারী বলেন, দেশের গুরুত্বপূর্ণ কোন শিল্প অঞ্চলের কোন শিল্প প্রতিষ্ঠানের বিকাশ অর্থের অভাবে যেন বাধাগ্রসত্ম না হয়, সে জন্য এ ধরনের উদ্যো নেওয়া হয়েছে৷ এক্ষেত্রে কেরানীগঞ্জকে প্রথমে বাছাই করে এ এলাকার শিল্প বিকাশের কাজ শুরম্ন হয়েছে৷ এতে এসএমই শিল্পে ব্যাংকঋণ বাড়াবে বলে তিনি উল্লেখ করেন৷
তিনি জানান, দেশি-বিদেশি মেশিনারীজের ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরিতে প্রসিদ্ধ কেরানীগঞ্জে ক্ষুদ্র উদ্যোক্তা খুঁজে বের করতে বাংলাদেশ ব্যাংক কাজ শুরু করেছে৷ এর পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোকে ক্ষুদ্র উদ্যোক্তা খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে৷
উল্লেখ্য, ক্ষুদ্র যন্ত্রাংশ ছাড়াও কেরানীগঞ্জ হাঁড়ি-পাতিল, দা-বঁটি, কাঁসা-পিতল, নাটবল্টু, ছুরি-চাকু, কুড়াল, ঢেউটিনসহ কাঠের ফ্রেমে ব্যবহৃত যন্ত্রাংশ তৈরি হয়৷ এ ছাড়া স্টিলের ফার্নিচার, লঞ্চ-জাহাজ মেরামত ও রিকশা বা সাইকেলের যন্ত্রাংশ, জুতা সেন্ডেল, প্লাস্টিক সামগ্রী প্রসত্মত্মুত করা হয়৷