দৈনিকবার্তা-ঢাকা ,৭ সেপ্টেম্বর: ৯০লাখ টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ও প্রাইম ব্যাংকের ৭ কর্মকর্তার বিরম্নদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷ রোববার রাজধানীর সেগুনবাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এ মামলা করার অনুমোদন দেওয়া হয়৷কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্রাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন৷
অভিযুক্তরা হলেন, প্রাইম ব্যাংক এর মতিঝিল শাখার সেল্স এঙ্িিকউটিভ মির্জা কামরম্নল হাসান, সিনিয়র এঙ্িিকউটিভ অফিসার মো. ফেরদৌস আক্তার দিপু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মহিউদ্দিন আহমেদ এবং সোনালী ব্যাংকের লোকাল শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জাফর হাসান, সিনিয়র অফিসার মো. আনিসুর রহমান সরকার, অফিসার মো. লিয়াকত ও হোসেন চৌধুরী৷
দুদক সূত্রে জানা গেছে, এই কর্মকর্তারা পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে সোনালী ব্যাংকের মতিঝিল শাখার একজন গ্রাহকের হিসাব নাম্বার থেকে এসআর কামাল এন্টারপ্রাইজের নামে ৯০ লাখ টাকা আত্মসাত করে৷
এদিকে, জলবায়ু অর্থায়নে দুর্নীতির অভিযোগে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর সোলার প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক আ আ ম আনোয়ারুজ্জামান ও মানবসম্পদ উন্নয়নের সাবেক প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া বেগমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷ রোববার বেলা ১২টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক শামসুল আলম তাদের জিজ্ঞাসাবাদ করেন৷
দুদকের কাছে অভিযোগ রয়েছে, জলবায়ু মোকাবিলা খাতে অর্থায়ন নিয়ে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে৷ বিসিসিটিএফ’র পক্ষ থেকে জলবায়ু মোকাবিলায় অর্থায়ন সংক্রান্ত কাজে ৫৫টি বেসরকারি এনজিওকে দায়িত্ব দেওয়া হয়৷ এর মধ্যে ১০টি এনজিও’র কোনো অস্তিত্ব নেই৷
প্রতিবেদক/ জিএম/ ফোকাস বাংলা/ ১৬২০ ঘ.