দৈনিকবার্তা-ঢাকা,৭ সেপ্টেম্বর: রবিবার দুপুরে রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেলো ‘শ্রেষ্ঠ তথ্য বাতায়ন সম্মাননা প্রদান’ অনুষ্ঠান। জাতীয় তথ্য বাতায়ন নির্মাণ, সমৃদ্ধকরণ ও নিয়মিত হালনাগাদে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের মোট ৩৪টি বাতায়নকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সাইবার অপরাধীদের নিয়ন্ত্রণ করতে শিগগিরই আইন করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় তিনি মন্ত্রী দেশের যে কোনো অঞ্চলে সাইবার অপরাধ হতে দেখলে বা জানতে পারলে ০১৭৬৬-৬৭৮৮৮৮ এই নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেন। সেই সাথে এই ধরনের অপরাধ দমনে সর্বসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী বলেন, ‘তথ্য প্রযুক্তি একটি কাঁচের ঘরের মতো। এর মূল বিষয় হলো স্বচ্ছতা নিশ্চিত করা। কিন্তু বিশ্বব্যাপি সাইবার অপরাধীরা এই কাঁচের ঘরকে ভেঙ্গে ফেলতে উঠে পড়ে লেগেছে। বাংলাদেশেও এ ধরনের কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘অন্যান্য দেশে সাইবার অপরাধ দমনে আইন থাকলেও বাংলাদেশে এখনও কোন আইন হয়নি। দেশের নারীদের ভার্চুয়াল হয়রানি থেকে বাচাঁনোসহ অন্যান্য খাতকে সাইবার আক্রমণ থেকে রক্ষা করতে সরকার দ্রুতই সাইবার আইন প্রণয়ন করবে।
সাইবার অপরাধীদের পোকামাকড়ের সাথে তুলনা করে তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জানালা খোলা থাকলে সেখানে সূযের্র আলোর পাশাপাশি কিছু পোকামাকড়ও ঢুকে পড়ে। আর এসব পোকামাকড়কে ঝেটিয়ে বিদায় করেতে প্রয়োজন হয় নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘আইসিটি বিভাগ ও প্রধানমন্ত্রী কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) সাইবার অপরাধ দমনে দেশের বিভিন্ন স্তরের আইটি কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে।
সাইবার নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীও সর্বদা সজাগ আছে বলে জানান ইনু। সাইবার সংক্রান্ত যে কোনো সমস্যার দ্রুত বিচার করতে উক্ত নম্বরটি সবসময় খোলা থাকবে বলেও জানান তিনি।
এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বিশেষ অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ছাড়াও বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) মো. নজরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, ইউএনডিপি বাংলাদেশের এ্যাসিস্ট্যান্ট কান্ট্রি ডিরেক্টর কেএএম মোর্শেদ, বিভিন্ন সরকারি সংস্থার উর্দ্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, মাঠ প্রশাসনের কর্মকর্তা, পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
ইউএনডিপি ও ইউএসএইড-এর কারিগরি সহায়তায় পরিচালিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এর উদ্যোগে রাজধানীর বিয়াম মিলনায়তনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হ