দৈনিকবার্তা-ঢাকা,৭ সেপ্টেম্বর: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের অংশ হয়ে কেউ সরকরের বিরুদ্ধে প্রকাশ্যে নীতিগতভাবে সমালোচনা বা আন্দোলন করতে পরে না৷ সরকারের সমালোচনা করতে হলে এরশাদকে জোট অথবা সরকারের ফোরামে আলোচনা করতে হবে৷রোববার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ওসেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন৷ এর আেগ সচিবালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি৷
রোববার দুপুরে এক অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, বিরোধী দলের সদস্যদের মন্ত্রিসভা থেকে পদত্যাগের বিষয়ে আলোচনা চলছে৷ওবায়দুল কাদের বলেন, আমি নীতিগতভাবে মনে করি সরকারের অংশ হয়ে কেউ সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেন না৷ আন্দোন করতে পারেন না৷
প্রধানমন্ত্রীর কথা বললে ভয়ও কাজ করে৷ মগবাজার ফ্লাইওভার পরিদর্শন করতে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে নালিশ দেওয়ার কথা বলেছিলেন বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি৷ওবায়দুল কাদের বলেন, আমার সেদিনের ওই বক্তব্য নিয়ে অনেকে এডিটোরিয়াল লিখে ফেলেছেন৷ কিন্তু আমার সেদিনের হুমকির পরে এখন গিয়ে দেখেন অনেক কাজ হয়েছে৷
কয়েক দিন আগে ওবায়দুল কাদের মগবাজার ফ্লাইওভার পরিদর্শনে দিয়ে কাজের গতিবিধি দেখে শ্রমিকদের হুমকি স্বরুপ বলেছিলেন আমি কাজের ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে নালিশ দেবো৷মন্ত্রী বলেন, ফ্লাইওভারটি আমার মন্ত্রণালয়ের অধীনে নয়৷ তাই তাদের বিরুদ্ধে কথা বলতে গেলেতো আমার প্রধানমন্ত্রীর কাছেই যাওয়া উচিত৷
ওবায়দুল কাদের বলেন, যানজট সত্যিই অসহনীয় পর্যায়ে৷ আমি শনিবার মানিকমিয়া এভিনিউ থেকে বসুন্ধরা সিটির কাছে পৌঁছানোর পর দেখি রাস্তায় ব্যাপক যানজট৷ বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে ফুটপাত দিয়ে হেঁটে সংসদ ভবনের কাছে পৌছাই৷তিনি বলেন, আমাকে রং সাইডে যাওয়ার কথা বলা হয়েছিলো৷ আমি রাজি হইনি৷ বিষয়টি আমি লোক দেখানোর জন্যই করিনি৷ আর আমার সঙ্গে কোন সাংবাদিকও ছিল না তখন৷
বৈঠকে ইউএনডিপি প্রতিনিধিদল ঢাকা শহরের যানজট নিরসনে প্রস্তাবনা তুলে ধরেন৷ একই সঙ্গে যানজট নিরসনে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে ইউএনডিপি আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান ওবায়দুল কাদের৷মন্ত্রী বলেন,তারা যানজট নিয়ে স্টাডি করেছে৷ এতে আমাদের কিছু দৃষ্টি ভঙ্গিও মানসিক সমস্যার কথা বলেছে৷ এই সমস্যা দূর করতে জনসচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পেইনে আর্থিক সহযোগিতা করতে চায় ইউএনডিপি৷
রাজধানীতে প্রাইভেট গাড়ির সংখ্যা অনেক বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, অনেক পরিবার আছে যাদের ১০টি গাড়ি রয়েছে৷ একেক জন একেকটি গাড়ি ব্যবহার করছেন৷তিনি বলেন, লক্কড় ঝক্কর বাসে মানুষ উঠতে চায় না৷ কোয়ালিটি বাস আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে৷
১’শ এসি বাস আমদানির জন্য অনুমোদন দেওয়া হয়েছে৷ কিন্তু সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি৷মন্ত্রী বলেন, গণপরিবহনের সংখ্যা অনেক কম৷ অনেক বাসের ফিটনেস নেই৷ কিন্তু সেগুলো ডাম্পিং করা যাচ্ছে না বিকল্প নেই বলে৷ওবায়দুল কাদের বলেন, যানজটের পাশাপাশি এখন জনজট নতুন উপদ্রব হিসেবে আবির্ভূত হয়েছে৷ লোকজন সিগন্যাল মানতে চায় না৷ হৈ হৈ করে এক সঙ্গে অসংখ্য লোক রাস্তা পারাপার হয়৷ ফুটপাত দখল হয়ে গেছে৷সেখানেও দানবের মতো ছুটে চলে মোটরবাইক বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের৷