দৈনিকবার্তা-ঢাকা, ৬সেপ্টেম্বর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা বলেছেন,৫হাজার টাকা পর্যনত্ম কৃষিঋণ মওকুফ করার দাবি মন্ত্রিসভায় উত্থাপন করা হবে৷ কৃষকদের কৃষি ঋণের উপর আরোপিত সুদ ও দন্ডসুদ বাবদ ইতোমধ্যে ৪২৫ কোটি টাকা প্রদান করা হয়েছে৷
শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন৷এতে সভাপতিত্ব করেন সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমদ৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমবায় নিবন্ধক হাফিজুল ইসলাম, সমবায় ব্যাংকের সাবেক পরিচালক আনিসুল হক পেয়ারা, মিল্কভিটার কর্মকর্তা হাসিবখান তোরণ প্রমুখ৷
মশিউর রহমান বলেন,বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা কৃষকদের কল্যাণে অনেক পদক্ষেপ নিয়েছিলেন ৷ কিন্তু বিএনপি ৰমতায় এসে সমবায়ী কৃষকদের উন্নয়ন কর্মসূচি বন্ধ করে দিয়ে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে৷
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে সমবায়কে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন৷যেহেতু সমবায় আওয়ামী লীগ চালু করেছে- তাই বিএনপি চেষ্টা করেছে কি করে এটা ধ্বংস করা যায়৷ ফলে সমবায় ব্যাংক তার লক্ষ্যে পেঁৗছাতে পারেনি৷
তিনি বলেন,আমাদের দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দীর্ঘদিন পরে হলেও বুঝতে পেরেছেন বঙ্গবন্ধু জাতির পিতা৷ তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি৷
মন্ত্রী বলেন, অনেক প্রতিকূল পরিবেশে সমবায় ব্যাংক ১২ কোটি টাকা মুনাফা করেছে ৷ সমবায় ব্যাংককে আরো গতিশীল করতে আরো নিজস্ব ভবন তৈরি করা হবে ৷