images

দৈনিকবার্তা-ঢাকা, ৫সেপ্টেম্বর: দেশের মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ আয়কর প্রদান করেন৷ প্রতিবছর মোট রাজস্বর মধ্যে প্রত্যক্ষ বা আয়করের অবদান প্রায় ৩৯ শতাংশ৷ তবে আয়করে সক্ষম অনেক ব্যক্তিই আয়কর দেন না৷ তাই আয়কর পরিশোধে উত্‍সাহিত ও কর সেবা দিতে জাতীয় রাজস্ব বোর্ড ২০০৮ সাল থেকে জাতীয় আয়কর মেলার আয়োজন করে আসছে৷

আগামী ১৬ সেপ্টেম্বর রাজধানীর অফিসার্স ক্লাবে সপ্তাহব্যাপী সপ্তম জাতীয় আয়কর মেলার আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর বিভাগ৷ দেশের ৬৪ জেলায় এ মেলা হবে৷ ঢাকাসহ বিভাগীয় শহরে সাত দিন হলেও জেলা শহরে চলবে চার দিন৷ এবারের মেলায় জাতীয় রাজস্ব বোর্ড করদাতাদের অটোমেশনের মাধ্যমে সর্বোচ্চ সেবা দেওয়া হবে৷images22

মেলা থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়ের পাশাপাশি রাষ্ট্রীয় কোষাগারে সর্বোচ্চ আয়কর জমা দেওয়ায় ৪০ ব্যক্তি-প্রতিষ্ঠানসহ ৩৬৫ ব্যক্তি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে৷সত্‍ করদাতাদের উত্‍সাহিত করতে ২০১২ সালের ৩১ ডিসেম্বর ২০০৯-১০ অর্থবছর প্রথমবার ১০ ব্যক্তি এবং ১০ প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করে এনবিআর৷

সাত দিনের মেলায় থাকবে প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা৷ আর এসব সেবার মাধ্যমে করদাতাদের ভোগান্তি কমিয়ে আয়কর পরিশোধ সম্পর্কে প্রচলিত ভয়ভীতি দূর করার চেষ্টা করা হবে৷