2008-12-07__nt02

দৈনিকবার্তা-মৌলভীবাজার, ৫সেপ্টেম্বর: বাংলাদেশের কিংবদনত্মিতুল্য অর্থনীতিবিদ ও বর্ষিয়ান রাজনৈতিক,দেশের অর্থনীতির চাকা সচলের উজ্জ্বল নক্ষত্র সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ৫ম মৃতু্যবার্ষিকী পালিত৷

বাংলাদেশের দীর্ঘতম সময়ের এবং সফলতম সাবেক এ অর্থমন্ত্রী ২০০৯ সালের আজকের দিনে তাঁর প্রিয় জন্মভূমি সিলেট থেকে সড়কপথে ঢাকা আসার পথে ব্রাহ্মণবাড়িয়ায় মর্মানত্মিক দুর্ঘটনায় প্রাণ হারান৷ সাইফুর রহমান তার রাজনৈতিক জীবনে ১২ বার জাতীয় বাজেট পেশ করে এ উপমহাদেশ তথা গোটা বিশ্বে রেকর্ড সৃষ্টি করেন৷ এর সুবাদে বাংলাদেশের অর্থনীতির ভিত দাঁড় করিয়ে দিয়েছিলেন তিনি৷ দেশের অর্থনীতি ও সামাজিক বিষয়গুলো ছিল তার নখদর্পণে৷

বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি দরিদ্র দেশের অর্থনীতিকে শক্ত কাঠামোর ওপর দাঁড় করানোর ব্যাপারে তার ভূমিকা ছিল অসামান্য৷ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির বুনিয়াদ গড়ে তোলেন সাইফুর রহমান৷ বিদেশি সাহায্য ছাড়া যে দেশের উন্নতি হতে পারে, সেই ধারণার উদগাতাও ছিলেন তিনি৷

বিএনপির সাফল্যের ইতিহাস খুঁজতে গেলে সাইফুর রহমানের নাম উচ্চারণ হবেই৷ দেশের অর্থনীতিতে এ পর্যনত্ম সবচেয়ে বেশি সংস্কার করেছিলেন সাইফুর রহমান৷ বাংলাদেশের অর্থনীতিতে যে সাফল্য অর্জন হয়েছে, তার অন্যতম রূপকার তিনি৷

দেশপ্রেমিক, সত্যনিষ্ঠ, নিরহঙ্কার খোলা মনের বিশাল হৃদয়ের এই ৰণজন্মা পুরম্নষ আমাদের ছেড়ে চলে গেলেও তার সাধনা, কর্ম ও স্বপ্নের মহিমা নিয়ে তিনি বেঁচে আছেন এদেশের মানুষের মনের মণিকোঠায়৷
দেশের স্বনামধন্য অর্থনীতিবিদ এম সাইফুর রহমান বাংলাদেশের রাজনীতিতে এম সাইফুর রহমান ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব৷ মাতৃভূমির স্বাধীনতা ও জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি সব সময় থেকেছেন সামনের কাতারে৷ সাইফুর রহমান একজন কীর্তিমান অর্থমন্ত্রী হিসেবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে যুগানত্মকারী অবদান রেখেছেন৷ তার দক্ষ রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থাপনায় বাংলাদেশ আনত্মর্জাতিক সুনাম অর্জন করে৷

তিনি স্বদেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম পথিকৃত৷ স্বাধীনচেতা, স্পষ্টভাষী, অটুট মনোবল এবং ঈর্ষণীয় ব্যক্তিত্বের কারণে সাইফুর রহমান ছিলেন সবার অত্যনত্ম শ্রদ্ধেয় ব্যক্তি৷ শহীদ জিয়ার সহকর্মী হিসেবে দেশের দুর্যোগকালীন সময়ে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে সাইফুর রহমান দেশকে শুধু অর্থনৈতিকভাবেই স্বাবলম্বী করেননি; বরং স্বদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রৰার অঙ্গীকারে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন৷

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে জাতীয়তাবাদী দর্শনকে বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্রের পথে উত্তরণে এম সাইফুর রহমানের অবদান দেশবাসী ও দল চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে৷

বাংলাদেশের অর্থনীতির দীর্ঘদিনের এই কারিগর ও বিএনপির জন্মলগ্ন থেকে আমৃতু্য দলের অন্যতম নিবেদিতপ্রাণ এই নেতার মৃতু্যবার্ষিকীতে দল ও পরিবারের পৰ থেকে নানা কর্মসূচি প্রহণ করা হয়েছে৷

এ উপলৰে সিলেট, মৌলভীবাজার ও কেন্দ্রীয়ভাবে ঢাকায় দোয়া মাহফিল, কবর জিয়ারত, আলোচনা সভা, দুস্থদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে৷ কেন্দ্রীয়ভাবে ঢাকায় নয়াপল্টনে সকাল ১১টায় মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি এবং পরদিন শনিবার ঢাকার গুলশানে জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আরেঅচনা সভা অনুষ্ঠিত হবে৷ এছাড়া মৌলভীবাজার জেলার বাহারমর্দন গ্রামে পারিবারিক কবরস্থানে শায়িত সাইফুর রহমানের মাজারে দল ও পরিবারের পৰ থেকে আজ পুষ্পসত্মবক অর্পণ ও ফাতেহা পাঠের কর্মসূচি রয়েছে৷

সিলেট ও মৌলভীবাজারে ব্যাপক কর্মসূচি গ্রহণ : এম সাইফুর রহমানের ৫ম বার্ষিকী উপলৰে মৌলভীবাজারে ও সিলেটে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ এসব কর্মসূচিতে অংশ নিতে সিলেট এবং মৌলভীবাজারের রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও ঢাকা থেকে দলের শীর্ষ নেতারাও আসছেন৷ প্রথিতযশা রাজনীতিবিদ এম সাইফুর রহমানের উন্নয়নের বহু স্মৃতি বিজড়িত শহর সিলেটের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠনও এসব কর্মসূচিতে অংশ নেবে৷

সকাল নয়টায় মৌলভীবাজার জেলা বিএনপি ও অংগসংগঠনের নেতাকমর্ীরা সাবেক এই মন্ত্রীর কবরে পুষপমাল্য ও ফাতেহাপাঠ করবেন৷ বাদ জুম্মা বাহারমর্দনে মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে৷

সাইফুর রহমান স্মৃতি সংসদের নেয়া কর্মসূচির মধ্যে রয়েছে আজ বাদ ফজর থেকে জোহর পর্যনত্ম বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও বাদ জোহর দোয়া মাহফিল, নগরীর বাগবাড়ী ও রায়নগর শিশু সদনে এতিমদের দুপুরের খাবার বিতরণ, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরানের (রহ.) দরগায় বিশেষ দোয়া মাহফিল৷ বিকালে অনুষ্ঠিত হয় আলোচনা সভা৷