দৈনিকবার্তা-ঢাকা, ৫সেপ্টেম্বর : রাজধানীর খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখকে প্রত্যাহার করা হয়েছে৷পুলিশের মতিঝিল অঞ্চলের উপ-কমিশনার (ডিসি) মো. আশরাফুজ্জামান ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন৷ তবে কি কারণে তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি কিছু জানাতে পারেননি৷
এদিকে, খিলগাঁওয়ে সায়মন হত্যাকাণ্ড ও ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে৷ শুক্রবার বিকালে নিহতের চাচা মুজিবুর রহমান বাদী হয়ে খিলগাঁও থানায় মামলাটি দায়ের করেন৷খিলগাঁও থানায় উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত আলী মামলার সত্যতা নিশ্চিত করেছেন৷
বৃহস্পতিবার রাত ৮টার দিকে খিলগাঁও থানার শান্তিপুর স্কুলের সামনে মানি এঙ্চেঞ্জ ব্যবসায়ী ইসরাফিল আলম ও তার ছেলে সায়মনকে এলোপাতাড়ি গুলি করে সন্ত্রাসীরা৷ এতে ঘটনাস্থলেই সায়মন মারা যান৷ আর গুলিবিদ্ধ ইসরাফিল আলমকে হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে৷এ ঘটনায় দায়িত্বে অবহেলা করায় খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম শেখকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন ডিএমপি কমিশনার৷
এসআই লিয়াকত আলী বলেন, যেহেতু থানার ওসিকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, তাই এই মামলার দায়িত্ব এখনো কাউকে দেওয়া হয়নি৷মামলার এজাহারে কারো নাম উল্লেখ করা হয়নি৷ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়েছে, বলেন এসআই লিয়াকত৷এদিকে, নিহতে সায়মনের জানাজা অনুষ্ঠিত হয়েছে৷ এসময় স্থানীয় লোক বিক্ষোভ মিছিল করেন এবং হত্যাকারীদেও দ্রত গ্রেপ্তারের দাবী জানান৷