image_124482.090928-g-8740y-174_jpg

দৈনিকবার্তা-ঢাকা,০৪ সেপ্টেম্বর: যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের জাহাজ ইউএসসিজিএস রাশ, বাংলাদেশকে ক্রয়ের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিঞ্জপ্তিতে আজ একথা জানিয়ে বলা হয়, গত ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের জাহাজ ইউএসসিজিএস রাশ, বাংলাদেশকে ক্রয়ের আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়।
বিএনএস ‘সমুদ্র জয়’-এর সম্পূরক হিসেবে কাজ করবে জাহাজ রাশ যেটি যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড গত বছর বাংলাদেশ নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। ইউএসজিএস রাশ গ্যাস ও ডিজেল উভয় ইঞ্জিন দ্বারা পরিচালিত হয় এবং এতে রয়েছে একটি হেলিকপ্টার উড্ডয়নের ডেক এবং রিট্যাক্টেবল হ্যান্ডার।
বিঞ্জপ্তিতে আশা করা হয় আসছে বসন্তে হওয়াই রাজ্যে যৌথ পর্যবেক্ষণের পর জাহাজটি বাংলাদেশে আনুষ্ঠাানিকভাবে হস্তান্তর করা হবে।