দৈনিকবার্তা-ঢাকা, ৩সেপ্টেম্বর: পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ২৬ জনের বিরুদ্ধে পরবর্তী শুনানি আগামী ১২ অক্টোবর নির্ধারন করেছেন আদালত৷
বুধবার মহানগর হাকীম তারেক মইনুল ইসলাম ভূঁইয়া আসামি পক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে তিনি এ দিন ধার্য করেন৷ বুধবার মামলাটির চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল৷ কিন্তু মির্জা ফখরুলের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মোহসীন মিয়া আদালতে চার্জ শুনানির জন্য সময়ের আবেদন করেন৷
আদালতকে তারা জানান, বকশীবাজারে খালেদা জিয়ার মামলা শুনানিতে তারা অসুস্থ হয়ে পড়েছেন৷ এজন্য তাদের পক্ষে শুনানি করা সম্ভব নয়৷পরে ঢাকার সিএমএম আদালতের বিচারক তারেক মইনুল ইসলাম ভূঁইয়া আগামী ১২ অক্টোবর চার্জ শুনানির জন্য দিন ধার্য করেছেন৷
মামলা সূত্রে জানা যায়, গত বছরে ২ মার্চ পুলিশের কাজে বাধাদান করায় পুলিশ পল্টন থানায় মামলা দায়ের করে৷ মির্জা ফখরুলসহ এই মামলার অপর আসামিরা হলেন- ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমানসহ ২৬ জন৷গত বছরের ৩ মার্চ পল্টন থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগি্নসংযোগের ঘটনায় দ্রুত বিচার আইনে এ মামলা দায়ের করা হয়৷
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ দলটির ২৬ নেতাকর্মীকে এ মামলার আসামি করা হয়৷