বৃক্ষমানব ময়মনসিংহের দীপক

দৈনিকবার্তা-ময়মনসিংহ, ১সেপ্টেম্বর : দীর্ঘ ১২ বছর ধরে সাধনা করে বৃক্ষমানব উপাধি পেয়েছেন ময়মনসিংহের দীপক চন্দ্র দাস৷ জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ পরিবেশ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করে তিনি এ উপাধি লাভ করেন৷বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশর্্ববর্তী বয়ড়া ইউনিয়নের ছেলে দীপক৷ দারিদ্রতার মধ্য দিয়ে বড় হলেও ছোটবেলা থেকেই গাছ লাগানো এবং পরিচর্যার প্রতি ছিল তার অধিক আগ্রহ৷ বাড়ির আশেপাশে যেকোনো জায়গায়ই গাছ লাগাতেন৷

বিশ্বের জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছ- বিভিন্ন পত্র-পত্রিকায় এসব তথ্য দেখে নিজেকে ধরে রাখতে পারতেন না দীপক৷ তাই ২০০২ সালে পরিবেশ দূষণরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে জাতীয় দিবসসহ বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতেন বিভিন্ন স্লোগান নিয়ে৷ হাতে, পায়ে, মুখে এমনকি মাথায়ও জলবায়ু পরিবর্তন রোধের বিভিন্ন স্লোগান লিখে সবার সামনে হাজির হতেন তিনি৷

গত ১৪ আগস্ট শুরু হওয়া ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলায় বিভিন্ন বৃক্ষের পাতায় স্লোগান নিয়ে দীপক হাজির হন সবার সামনে৷ এ আয়োজনে দীপককে ময়মনসিংহ জেলার বৃক্ষমানব’ উপাধি দেয় জেলা প্রশাসন৷ দারিদ্রের মধ্যেও সাধনার স্বীকৃতি দিয়ে করে দীপককে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়৷জলবায়ু পরিবর্তন রোধে আন্দোলন সম্পর্কে দীপক বলেন, ছোট ছোট ছেলে-মেয়েদের পরিবেশ বিপর্যয় সম্পর্কে সচেতন করতে হবে৷ তাদের বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করতে হবে৷ তবেই দেশের মরুকরণ রোধ করা যাবে৷ তিনি বলেন, আমার মতো সবাইকে এগিয়ে আসতে হবে৷ তবে কোনো আর্থিক সহায়তা পেলে এ আন্দোলনে আরো সফল হতে পারবো৷