দৈনিকবার্তা-ঢাকা, ৩০আগষ্ট: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, জাপান সফরকালে তিনি উভয়দেশের অভ্যনত্মরীণ নীতির সাথে তাল মিলিয়ে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা করবেন৷এছাড়া তিনি দুদেশের মধ্যে শুরু হওয়া বিভিন্ন প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুত এগিয়ে নেয়ারও চেষ্টা করবেন৷জাপান সফরের উদ্দেশে শনিবার দেশ ছাড়ার আগে এক বিবৃতিতে মোদি এসব কথা বলেন৷
মোদি বলেন, আমি এমন এক সময়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকে বসছি যখন বিশ্বজুড়ে রয়েছে প্রচুর চ্যালেঞ্জ, বিশ্বের বিভিন্ন অংশের অস্থিরতা ও বিশৃঙ্খলার কারণে অর্থনৈতিক পরিস্থিতি নাজুক৷
তিনি বলেন, আশা করছি শিনজো আবের সঙ্গে আমার অভিন্ন স্বার্থ সংশিস্নষ্ট আঞ্চলিক ও আনত্মর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হবে৷
উল্লেখ্য, ভারতের কাছের প্রতিবেশী দেশগুলোর পর প্রধানমন্ত্রী হিসেবে মোদির জাপানে এটি দ্বিপাৰিক প্রথম সফর৷জাপানের প্রাচীন নগরী কিয়োটো দিয়ে তিনি তার এ সফর শুরম্ন করছেন৷এ প্রসঙ্গে মোদি বলেন, কিয়োটো একটি প্রাচীন নগরী৷ এখানে রয়েছে আমাদের সভ্যতার সমৃদ্ধ ঐতিহ্য৷ এখানে এই কিয়োটো নগরে প্রধানমন্ত্রী আবে আমার সঙ্গে যোগ দেবেন৷ আমি তার প্রতি কৃতজ্ঞ৷