1409106175_2769028_hirunews_sl-pak

দৈনিকবার্তা-ঢাকা : ডাম্বুলায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটের জয় পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা৷ সফররত পাকিস্তানকে মাত্র ১০২ রানে গুটিয়ে দিয়ে ২-১ এ সিরিজ জিতে নিল লংকানরা৷ দেশের ক্রিকেট ইতিহাসে এটি পাকিস্তানের নবম সর্বনিম্ন রানের স্কোর৷টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক৷ ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় ৪৮ ওভারের ম্যাচে ৩২.১ ওভারে অল-আউট হয়ে গুটিয়ে যায় অতিথিদের ইনিংস৷

দলের হয়ে সর্বোচ্চ রান আসে চার নম্বরে নামা ফাওয়াদ আলমের ব্যাট থেকে৷ ৭৩ বলে এ মিডল অর্ডার ব্যাটসম্যান অপরাজিত থেকে ৩৮ রান করেন৷ এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরত যান অধিনায়ক মিসবাহ৷ ১০ রান আসে ওপেনার আহমেদ শেহজাদের ব্যাট থেকে৷ এছাড়া দলের আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন নি৷ নিয়মিত বিরতিতে উইকেট খোয়ানো পাকিস্তান ১০২ রান তুলে৷ লংকানদের হয়ে থিসারা পেরেরা ৮ ওভার বল করে ৩৪ রান খরচায় নেন ৪টি উইকেট৷ এছাড়া দুটি উইকেট পান ধাম্মিকা প্রসাদ৷

বৃষ্টিবিঘি্নত ম্যাচে জয়ের জন্য স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ৪৮ ওভারে ১০১ রান (বৃষ্টি আইনে)৷ ১০১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে প্রথম ৭ ওভারে দলীয় ৪৬ রান তুলে বিদায় নেন লংকান ওপেনার উপুল থারাঙ্গা৷ আরেক ওপেনার দিলশান করেন অপরাজিত ৫০ রান৷ সাঙ্গাকারা ২ রান করে আউট হলেও জয়াবর্ধনে করেন ২৬ রান৷ ১৮.২ ওভারে তিন উইকেট হারিয়ে লক্ষে পৌঁছে যায় স্বাগতিকরা৷ এ জয়ের ফলে প্রথম ম্যাচে হারা লংকানরা ২-১ এ সিরিজ জিতে নিল৷