দৈনিকবার্তা-ঢাকা ৩০, আগস্ট: অবাক করার মতো হলেও সত্য, শুকরের চর্বি দিয়েই আপনার সাধের বাইকটি চালাতে পারবেন। যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী শুকরের চর্বি যার আনুষ্ঠানিক নাম ‘ব্যাকন গ্রিজ’ এর মাধ্যমে বাইক চালানোর এই প্রযুক্তি উদ্ভাবন করেছেন।
দেশটির হারমেল ফুড কোম্পানি ও বায়োডিজেল ফার্মের যৌথ উদ্যোগে নতুন এই জ্বালানি সাশ্রয়ী পদ্ধতি উদ্ভাবন করা হয়। প্রতিষ্ঠান দুটির দেয়া তথ্য অনুযায়ী, এক গ্যালন শুকরের চর্বিতে ৭৫ থেকে ১০০ মাইল পর্যন্ত মোটরসাইকেল চালানো সম্ভব। এক গ্যালন শুকরের চর্বির দাম পড়বে সাড়ে ৩ ডলার। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে শুকরের চর্বি ব্যবহার করে বাইক চালানো শুরু হয়েছে। পরীক্ষামূলক ধাপ উৎরালে খুব শিগগিরই হয়তো বিশ্ববাজারেও পাওয়া যাবে পেট্রোলের এই বিকল্প জ্বালানি।
[youtube_video id=”B76cqm2HYgY”]