1409314802_5097_1

দৈনিকবার্তা-ফরিদপুর, ৩০আগষ্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, আওয়ামী লীগ বলছে বিএনপি নাকি গণতন্ত্রের ট্রেন মিস করেছে৷ আসলে বিষয়টি তা নয় বিএনপি মূলত স্বৈরাচার বাকশালী ট্রেনে ওঠেনি গণতন্ত্র রক্ষার জন্য৷ আওয়ামী লীগের মতো স্বৈরাচারী আন্দোলনে বিএনপি বিশ্বাসী নয়৷ তৃণমূলের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বিএনপি আন্দোলন করে৷ লগি-বৈঠা নয়, শান্তিপূর্ণ আন্দোলনেই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হবে৷
২০ দলীয় জোটের চলমান আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে সাংগঠনিক সফরের অংশ হিসেবে শনিবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মইন খান এ কথা বলেন৷
তিনি বলেন, বর্তমান সরকার লুটপাট, দেশের অর্থনীতি ধ্বংসে ব্যস্ত৷ তারা গণতন্ত্র চায় না৷ মুখে গণতন্ত্রের কথা বললেও কাজে করছে উল্টো৷ড. মইন খান বলেন, বিএনপিকে বলা হয় ক্যান্টনমেন্টে সৃষ্ট দল৷ ক্যান্টনমেন্টে থেকে এসে এই দলই দেশে বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি চালু করেছিল৷ আর গণতন্ত্রের দাবিদার আওয়ামী লীগ করেছিল একদলীয় বাকশালী কায়েম৷ তিনি বলেন, গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি ও স্বাধিনতা আজ বিপন্ন৷

২০ দলীয় জোটের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি জহিরুল হক শাহজাদা মিয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্যে দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. রেদোয়ান উল্লাহ সাহেদী, বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য ও সাবেক এমপি শাহ মো: আবু জাফর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শামা ওবায়েদ ইসলাম রিংকু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এমএম শাহরিয়ার রুমী, সাবেক সংসদ সদস্য ও মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইয়াসমিন আরা হক, জেলা জামায়াতের আমীর সামসুল ইসলাম আল বরাটি, জেলা জাগপার সমন্বয়কারী আতিকুর রহমান৷ সভা উপস্থাপনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোদাররেস আলী ঈসা৷