index66

দৈনিকবার্তা নিজস্ব সংবাদদাতা-গাজীপুর, ২৭আগস্ট: গাজীপুর জেলা শহরের ছায়াবীথি এলাকার স্বপ্নকে ১লাখ ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত৷ ভোক্তা অধিকার সংরৰণ ও মত্‍স আইনে বুধবার দুপুরে গাজীপুরে নির্বাহী ম্যাজিষ্টেট কাজী আরেফিন রেজওয়ান ডিপার্টমেন্টাল স্টোর ‘স্বপ্ন’কে ওই দন্ড দেন৷
বিএসটিআই ঢাকা’র পরিদর্শক আব্দুল মতিন জানান, এসিআই’র ধনিয়ার গুড়া এবং রম্নমানিয়া’র লেঙ্াস বিস্কুটের প্যাকেটে বিএসটিআই’র লোগো থাকলেও অনুমোদন নেই৷ এছাড়াও আমদানিপণ্য মাষ্টার্ড ব্রান্ডের মধু, আমল ঘি, ওআইসি স্কিন ক্রীম, কলগেট, সেনসোডাইন ও মেরিল টুথপেষ্টে বিএসটিআই’র ছাড়া ও অনুমতি না থাকায় ভোক্তা অধিকার সংরৰণ আইনে ১ লাখ টাকা এবং বাতাসি মাছে ফরমালিন থাকায় মত্‍স আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷
এদিকে হেলমেট ব্যবহার না করায় এবং রেজিষ্টেশন ও ড্রাইভিং না থাকায় শহরের রাজবাড়ি সড়কে অভিযান চালিয়ে ৪ মোটরসাইকেল চালককে ১১শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্টেট স্নিগ্ধা তালুকদার৷