- দৈনিকবার্তা,২৬আগস্ট পল্লী অঞ্চলের উন্নয়নে সরকারের গৃহীত সব ধরনের কার্যক্রমে স্থানীয় এমপিদের সম্পৃক্ত করার সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটি। সংসদ ভবনে সোমবার অনুষ্ঠিত কমিটির ৬ষ্ঠ বৈঠকে এই সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক, মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, মো. হাবিবর রহমান, আব্দুর রউফ ও অ্যাডভোকেট নাভানা আক্তার অংশ নেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর কার্যক্রম নিয়ে আলোচনা হয়। কমিটি একাডেমীতে ভারপ্রাপ্ত ডিজি পদসহ সব শূন্যপদে অতিদ্রুত কর্মকর্তা নিয়োগ করে পদায়নের সুপারিশ করেছে।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) নিয়েও আলোচনা হয়। কমিটি ছাতক সিমেন্ট কারখানাকে লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তরিত করতে কারখানা আধুনিকীকরণসহ সব ধরনের ব্যবস্থা গ্রহনের সুপারিশ করে। এছাড়া বিসিআইসিসহ সব সরকারি প্রতিষ্ঠানের স্থাপনা নির্মানে ছাতক সিমেন্ট ব্যবহার করারও পরামর্শ দেয় কমিটি।