95b02568a0763769ee4160442fcc5f18-2.-samsungtttদৈনিকবার্তা,২৬আগস্ট:গ্যালাক্সি এইস নেক্সটস্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে গ্যালাক্সি সিরিজের নতুন সংস্করণ গ্যালাক্সি এইস নেক্সট। থ্রি জি সুবিধার এই স্মার্টফোনটির দাম আট হাজার ৯০০ টাকা।
স্যামসাং জানিয়েছে, সাশ্রয়ী দামের থ্রি জি স্মার্টফোনটি ক্রেতাদের কাছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার নিয়ে হাজির হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এইস নেক্সটে রয়েছে চার ইঞ্চি ওয়াইড স্ক্রিন, ১.২ গিগাহার্টজ প্রসেসর এবং ৫১২ মেগাবাইট র্যাম। ফোনটিতে আরো রয়েছে ফ্ল্যাশ সহ ৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ভিজিএ ক্যামেরা। স্মার্টফোনটিতে ৩২ জিবি মাইক্রোএসডি মেমোরি সমর্থন করে। স্মার্টফোনটির কানেক্টিভিটি ফিচারের মধ্যে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.০, জিপিএস, থ্রিজি এবং মাইক্রো ইউএসবি সুবিধা।