দৈনিকবার্তা–২৫ আগস্ট: ২৪/০৮/২০১৪ খ্রি. রবিবার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান পিপিএম এর নেতৃত্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম (পূর্ব) ৫৫ হাজার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট, ইয়াবা তৈরির খুচরা যন্ত্রাংশ এবং ০১টি মিটসুবিসি পাজেরো জীপসহ ০৪ জনকে গ্রেফতার করেছে৷ গ্রেফতারকৃতরা হলো ১৷ মোঃ আব্দুলস্নাহ জুবায়ের (২৮) ২৷ মোঃ আইয়ুব আলী (৪৫) ৩৷ মোঃ শাসসুল আলম (২৪) ও ৪৷ মোঃ মোসত্মাকিন হোসেন ওরফে সানি (৩২)৷
গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম (পূর্ব) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কঙ্বাজার জেলার টেকনাফ সীমানত্মবর্তী এলাকা থেকে ০১টি সাদা রংয়ের মিটসুবিসি পাজেরো জীপ (যার নং- ঢাকা মেট্রো-ম-৫০১) করে বিপুল পরিমান নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকার সায়েদাবাদ হয়ে বিশ্বরোড দিয়ে মালিবাগের দিকে আসছে৷ উক্ত সংবাদের ভিত্তিতে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম (পূর্ব) ২৪/০৮/২০১৪ খ্রি. রবিবার সন্ধ্যা ০৭.১৫ টায় খিলগাঁও থানাধীন বিশ্বরোডস্থ খিদমাহ হসপিটাল প্রাইভেট লিঃ এর বিপরীত পাশে অবস্থান নিয়ে অপেৰা করতে থাকে৷ ০৭.৩০ টায় উপরোলিস্নখিত পাজেরো জীপটি খিদমাহ হসপিটালের পাশ দিয়ে অতিক্রম করার সময় গোয়েন্দা পুলিশ তাদের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দিয়ে জীপটি আটক করে ০৪ জনকে গ্রেফতার করে৷ এসময় মুরাদ (৩২) নামে অপর এক আসামী পালিয়ে যায়৷ গ্রেফতারকৃত ০৪ জন ও পলাতক ০১ জনসহ ০৫ জনের বিরম্নদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রম্নজু করা হয়েছে৷
এ সংক্রানত্মে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে ২৫/০৮/২০১৪ খ্রি. এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়৷ উক্ত প্রেস ব্রিফিংয়ে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (পূর্ব) এর উপ-পুলিশ কমিশনার, মোঃ জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ মাসুদুর রহমান, পিপিএম এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাঈদুর রহমান উপস্থিত ছিলেন৷