দৈনিকবার্তা,২৫ আগস্ট:কোচ হিসেবে ‘কড়া হেডমাস্টার’ লুইস এনরিকের বার্সেলোনার পুনঃঅভিষেকটা হলো দুর্দান্ত৷ রোববার ২০১৪-১৫ মৌসুমে স্প্যানিশ লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে এই স্প্যানিশ ম্যানেজারের কোচিংয়েই ঝলসানো জয় পায় বার্সা৷ এদিন বার্সেলোনার ঘরের মাঠ নু্য ক্যাম্পে রবিবাসরীয় মহারণে লিওনেল মেসির জোড়া গোল ও অভিষিক্ত ১৮ বছরের মরোক্কান তরূণ মুনির এল হাদ্দাদির লক্ষ্যভেদে এলচের বিপক্ষে ৩-০ গোলের আয়েশি জয় পেয়েছে কাতালনরা৷
অথচ এই দিনের শুরুটা অশুভ কিছুরই ইঙ্গিত দিচ্ছিলো বার্সার জন্য৷ কেননা, রোববার স্বাগতিকদের ম্যাজিক টাস ও আধিপত্য নিয়ে খেলা মাঠে গড়ালেও ভাগ্য যে বারবার প্রতিহত করছিল জাভি হার্নান্দেজের দলকে?
তাই খেলার ২২ মিনিটে মুনিরের রকেট গতি শট গিয়ে সফরকারী এলচের গোলবার কাঁপিয়ে ফিরে আসে৷ ১০ মিনিট পর ঠিক আগের চিত্রনাট্যেরই যেন পুনঃমঞ্চায়ান৷ এবার অবশ্য চরিত্র বদল হয়েছে৷ নতুন মুখ হাদ্দাদির বদলে অভিজ্ঞ আন্দ্রেস ইনিয়েস্তা৷
তবে এই দুভাগ্য খুব বেশিক্ষণ বয়ে বেড়াতে হয়নি বার্সাকে৷ প্রথমার্ধের বিরতির ঠিক তিন মিনিট আগে খেলার অচলাবস্থা ভাঙেন মেসি৷ প্রতিপক্ষের বক্ষে বল পেয়ে ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করেন টানা চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার৷
কিন্তু এরপরই আচমকা ‘বিনা মেঘে যেন বজ্রপাত নেমে আসে’ বার্সার প্রতি৷ এলচের জালে গোল দেয়ার পরের মিনিটেই লালকার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার ডিফেন্সিফ মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানো৷ অসতর্ক মুহূর্তে এলচের আগুয়ান ফরোয়ার্ড রদ্রিগেজকে বাধা দেয়া৷ এরপর প্রথমার্ধ ১-০ গোলেই শেষ হয়৷
তবে তাতেই নিজেদের সর্বোচ্চ স্বস্তি খুঁজে পায়নি বার্সা৷ দ্বিতীয়ার্ধ থেকে ফিরে ওই ১০ জনের কাতালন দলই এলচের বুকে কাপন ধরিয়ে দেয়৷ যখন খেলার ৪৬ মিনিটে ইভান রাকিটিকের দূরপালস্নার এক শটে অভিষেক ম্যাচে অভিষেক গোল তুলে নেন হাদিদি৷
এতেই থামেনি নেইমার ও লুইস সুয়ারেজের ক্লাব৷ তাই খেলার ২৭ মিনিট বাকি থাকতে দ্বিতীয়বার গোল উত্সবে মাতেন লিও মেসি৷ এদিন খেলার ৬৩ মিনিটে এলচের এক ফুটবলারের করা এক মিস পাস ধরে সার্জিও বুসকুয়েটের হুল ফোটানো যুথবদ্ধতায় স্কোরলাইন ৩-০ করেন মেসি৷
এই জয়ের পর এক ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে বার্সেলোনা স্প্যানিশ লা লিগা টেবিলের শীর্ষে অবস্থান করছে৷ এরপর সমান সংখ্যক ম্যাচ খেলে যথাক্রমে দুই, তিন ও চার নাম্বার পজিশনে আছে সেল্টা, কুইদাদ ও এইবার৷ বামে