দৈনিকবার্তা-ঢাকা,১৯ আগষ্ট: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,বিশ্বায়নের প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করতে শিক্ষাথর্ীদের দক্ষ,যোগ্য ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে৷
তিনি মঙ্গলবার রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজ মিলনায়তনে ঢাকায় ১’শ স্কুলে কম্পিউটার ল্যাব স্থাপন কর্মসূচির সমাপ্তকরণ অনুষ্ঠানে অতিথির বক্তৃতায় এ কথা বলেন৷অনুষ্ঠানে উল্লেখিত প্রতিটি স্কুলের দু’জন করে মোট ২’শ জন শিক্ষককে দেয়া প্রশিক্ষণনের সনদপত্র বিতরন করা হয় ৷
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের(মাউশি)মহাপরিচালক প্রফেসার ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষাসচিব ড.মোহাম্মদ সাদিক,বাংলাদেশে নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত লি-ইউন-ইয়ং, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি(কেওআইসএ)’র আবাসিক প্রতিনিধি কিম-বুক-হি ও মাউশি’র পরিচালক প্রফেসর ড. মো. সিরাজুল হক বক্তব্য রাখেন৷
শিক্ষাখাতে তথ্য প্রযুক্তির প্রভূত সম্প্রসারণ ঘটেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন,শিক্ষাখাতের তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অনেক কিছু করার সুযোগ রয়েছে৷ এজন্য শিক্ষক ও শিক্ষাথর্ীদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতার মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে৷শিক্ষামন্ত্রী কোরিয়ান সরকারকে ধন্যবাদ জানিয়ে শিক্ষাখাতের তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এই ১’শ টি স্কুলে আইটি ল্যাব স্থাপনের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে একটি বৃহত্তর পদৰেপ গ্রহণের আহবান জানান৷
তিনি বলেন,বিশ্বমানের কারিগরী শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে শিক্ষাথর্ীদের শিক্ষাপদ্ধতির সাথে সামঞ্জাস্য রেখে তৈরী করা হচ্ছে যাতে তারা দক্ষ ও যোগ্য হবার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ভুমিকা রাখতে পারে৷কোরিয়ান রাষ্ট্রদূত লি-ইউন-ইয়ং বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভ’মিকা রাখতে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে তার দেশ আইসিটি খাতে সহযোগিতা করে আসছে৷
শিক্ষার মাধ্যমে দারিদ্র্যতা নিমর্ূল করাই বর্তমান সরকারের লক্ষ্য উল্লেখ করে শিক্ষাসচিব ড.মোহাম্মদ সাদিক বলেন, নিমূল করতে না পারলেও দারিদ্র্যতা হ্রাস এবং ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার কোনো বিকল্প নেই৷
উল্লেখ্য কেওআইসি ও জিওবি অর্থায়নে এস্টাবি্লসমেন্ট অব আইটি ইন সিলেক্টেড সেকেন্ডারি লেভেল ইনিস্টিটিউশন ইন ঢাকা শীর্ষক কারিগরী সহায়তা প্রকল্পের আওতায় ঢাকা শহরের ৯০টি, সাভারের ৫টি ও ধামরাইয়ের ৫টিসহ মোট ১’শটি স্কুলে ১ হাজার ৭’শ টি কম্পিউটার সমৃদ্ধ ১’শ টি আইটি ল্যাব স্থাপন করা, হয়েছে৷ এই আইটি ল্যাবের মধ্যে ২০ টি কম্পিউটার সমৃদ্ধ ৭০ টি এ-টাইপ ল্যাব ও ১০ টি কম্পিউটার সমৃদ্ধ ৩০ টি বি-টাইপ ল্যাব রয়েছে৷