Husain Mohammad Arshadদৈনিকবার্তা-ঢাকা,১৯ আগষ্ট: নিজ শাসন আমলে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিতে না পারায় আক্ষেপ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ৷ তিনি বলেছেন, আমার শাসনামলে একক সিদ্ধান্তে অনেক কিছু করেছি৷ একক সিদ্ধান্তে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিতে পারিনি৷ এটা পারলে তার নামের পাশে আমার নাম লেখা থাকত৷ আমি সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম৷গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা করতে পারিনি৷ স্বৈরাচারী আচরণ করলে তা করতে পারতাম বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি৷

মঙ্গলবার দুপুরে বনানী কার্যালয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন৷তিনি বলেন, আমার একক সিদ্ধান্তে মানুষের কল্যাণ হয়েছিল৷সেটা যদি স্বৈরাচারী আচরণ হয় তবে আমি স্বৈরাচারী৷ একটি জায়গায় স্বৈরাচারী করতে পারিনি সেটা হলো বঙ্গবন্ধুকে জাতির পিতা করার প্রচেষ্টায়৷ এ প্রচেষ্টায় সবার মতামত নিতে গিয়েছিলাম৷ কিন্তু শেষ পর্যন্ত পারিনি৷ যদি স্বৈরাচারী আচরণ করতাম তবে তার নামের সাথে আমার নামও থাকতো৷

এরশাদ বলেন,আমি ছিলাম স্বৈরাচার রাষ্ট্রপতি৷একক সিদ্ধান্তে কাজ করতাম৷ একক সিদ্ধান্ত কি খারাপ? একক সিদ্ধান্তে উপজেলা করেছি৷ ঢাকার বাইরে হাইকোর্টের সাতটি বেঞ্চ করেছি৷ এগুলো কি স্বৈরাচারি কাজ? যদি তা হয়, তাহলে আমি লৈস্বরাচার৷তিনি বলেন, গণতন্ত্র মানতে গিয়ে বঙ্গবন্ধুকে জাতির পিতা করতে পারিনি৷ এখন দেশে কিসের গণতন্ত্র চলছে? গণতন্ত্র কোথাও দেখি না৷গণতন্ত্র মানে সুশাসন৷ আমাদের ছেলেমেয়েরা স্কুল থেকে ফিরে আসতে পারে না৷ তাহলে কিসের গণতন্ত্র?

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এরশাদ বলেন, আপনার বাবা নিজেকে প্রতিষ্ঠা করেছেন৷ এবার গণতন্ত্র প্রতিষ্ঠা করুন৷ তাহলে জনগণ আপনাকে মনে রাখবে৷

এরশাদ হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, আমি লস্বরাচার হলেও মানুষের দুঃখ বেদনা বুঝি৷ মানুষের কষ্টে আমার হৃদয় কাঁদে৷ আপনারা কখনোই নিজেদের সংখ্যালঘু বলবেন না৷এই মনোভাব নিয়ে চলবেন না৷ আপনারাও এদেশের নাগরিক৷ আপনাদের আমাদের অধিকার সমান৷

শুভেচ্ছা বিনিময় সভায় আরো বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি জুয়েল ভৌমিক, এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ, জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু, বাহাউদ্দিন বাবুল প্রমুখ৷