2_136110দৈনিকবার্তা-ঢাকা, ১৮আগষ্ট: সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী তার পদার্পণের ফলে শুভকর কী কী ঘটে তা বর্ণনার পর শ্রীকৃষ্ণের আত্মা কোথায় আছে জানিয়ে দিলেন। শেষে গেয়ে উঠলেন মান্নাদের বিখ্যাত গান- ‘হৃদয়ে লেখ নাম সে নাম রয়ে যাবে।’
মন্ত্রী রোববার সকালে হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়পুরে শ্রীশ্রী শচী অঙ্গন জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর নিখিল ভট্টাচার্য। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য
অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী বলেন, আমি একজন জ্ঞানী-গুণী এবং মন্ত্রী হিসেবে পদার্পণ করেছি যখন, এ মাটি অটোমেটিক্যালি পবিত্র হবে এবং এখানে যাই চাইবে তাই হবে। অনুষ্ঠানে উপস্থিত পুণ্যার্থী নারী-পুরুষদের উদ্দেশ্যে সমাজকল্যাণমন্ত্রী বলেন, আসুন উলুধ্বনি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করি। এ পর্যায়ে সম্মিলিত কণ্ঠে সবাই উলুধ্বনি শুরু করেন। উলুধ্বনি শেষ হলে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ভগবান শ্রীকৃষ্ণের আত্মা সমাবেশের আশপাশে আছে, তিনি আশীর্বাদ দিচ্ছেন। আমি সৈয়দ বংশের ছেলে হিসেবে বলছি, আপনাদের কোনো স্বপ্ন বৃথা যাবে না। একপর্যায়ে মন্ত্রী গান গাইতে লাগলেন। ‘গভীর হয় যে গো, যেখানে ভালোবাসা/ মুখে তো হিনী হসেখানে থাকে না কোনো ভাষা/ কেউ কি বলেছিল, শ্যামকে ভালোবেসে/ রাধার ভালোবাসা, কায়ে যাবে/ হৃদয়ে লেখ নাম, সে নাম রয়ে যাবে…।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কেয়া চৌধুরী, জেলা প্রশাসক জয়নাল আবেদীন, বাহুবল উপজেলা চেয়ারম্যান আবদুুুুল হাই ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক প্রমুখ।
গান গাওয়া শেষ করে মন্ত্রী বলেন, নবীগঞ্জে মাদ্রাসা উদ্বোধন করতে গিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম, শুধু ধর্ম-কর্ম করলে হবে না, সুশিক্ষায় শিক্ষিত হয়ে আধুনিক শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আমার এ বক্তব্যকে বিকৃত করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে একটি শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।