abdul-hamid_79874_0দৈনিকবার্তা-ঢাকা, ১৮আগষ্ট অনলাইন ডেস্ক: চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পথে বিমানযাত্রীদের চমকে দিয়ে বিমানের কেবিনে গিয়ে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর এবার বিমানযাত্রীদের চমকে দিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।এবার বিমানযাত্রীদের চমকে দিলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি আবদুল হামিদ

সরকারি সংবাদ সংস্থা বাসস জানায়, চোখের চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পথে বিমানযাত্রীদের চমকে দিয়ে বিমানের সাধারণ কেবিনে গিয়ে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম আজ জানান, ভ্রমণকালে রাষ্ট্রপতি যাত্রীদের বিস্মিত করে বিমানের সবগুলো কেবিনে প্রবেশ করেন এবং তাদের সঙ্গে কথাবার্তা বলেন। তিনি তাদের কুশলাদি জানতে চান।

তিনি জানান, রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে লন্ডন পৌঁছায়।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস স্বাগত জানান।

চোখের চিকিৎসা শেষে আগামী ২৫ আগস্ট রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে লন্ডন থেকে ঢাকা ফেরার পথে বিমানযাত্রীদের কেবিনে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।