দৈনিকবার্তা-ঢাকা,১৭আগষ্ট : স্পন্সরদের অনুরোধে নিজের অবসর পরিকল্পনা পেছালেন স্প্রিন্ট কিং উসাইন বোল্ট৷ জ্যামাইকার বোল্ট জানান, তার স্পন্সরদের অনুরোধে ২০১৭ সাল পর্যনত্ম দেঁৗড়াবেন তিনি৷
ছয় বার অলিম্পিক স্বর্ন পদক জয়ী এবং ১০০ ও ২০০ মিটারে বিশ্ব রেকর্ড সৃস্টিকারি বোল্ট ইতোপুর্বে ২০১৬ রিও অলিম্পিক গেমসের পরে ট্র্যাক থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন৷ কিন’ শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান তিনি অতিরিক্ত আরো এক বছর বেশি দেঁৗড় অব্যাহত রাখবেন৷
স্প্রিন্ট সুপারস্টার ২৭ বছর বয়সী বোল্ট বলেন, আমার মনে হচেছ আমি আরো এক বছর দৌঁড়াচ্ছি৷ আমার স্পন্সররা আরো এক বছর দেঁৗড় অব্যাহত রাখার অনুরোধ করেছেন৷ সুতরাং আমি ২০১৭ সাল পর্যনত্ম দেঁৗড়াচ্ছি৷নিজের পরিকল্পনায় অনড় থাকলে বোল্টের শেষ প্রতিযোগিতা হতে পারে লন্ডনে অনুষ্ঠিতব্য ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশীপ৷