দৈনিকবার্তা-ঢাকা, ১৭আগষ্ট : সিরিয়ার পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা একটিআদিবাসীগোষ্ঠীর প্রায় ৭০০সদস্যকে হত্যা করেছে৷যুক্তরাজ্যভিত্তিকএকটি সিরীয় মানবাধিকারবিষয়ক পর্যবেক্ষক সংস্থার বরাতে বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আইএসনিয়ন্ত্রিত দেইর আল জোর প্রদেশের আল শেইতাত আদিবাসী-অধু্যষিত বেশ কয়েকটি গ্রামে গত দুই সপ্তাহে এই হত্যাকাণ্ড ঘটে৷
বিশ্বস্ত সূত্রের বরাতে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিদের সবাই আল শেইতাত আদিবাসী গোষ্ঠীর সদস্য৷ অধিকাংশকেই শিরশ্ছেদ করা হয়েছে৷মানবাধিকার সংস্থাটির দাবি, নিহত ব্যক্তিদের মধ্যে ১০০ জন যোদ্ধা৷ বাকিরা বেসামরিক নাগরিক৷সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেছেন, আদিবাসী গোষ্ঠীর আরও প্রায় এক হাজার ৮০০ সদস্যের ভাগ্য তাঁদের অজানা৷
নিরাপত্তার কারণে এই দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স৷গত জুলাইয়ে তেলসমৃদ্ধ এলাকাটির দুটি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় আইএস জঙ্গিরা৷ এরপরই আল শেইতাত আদিবাসী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়৷এদিকে উত্তর ইরাকের ইয়াজিদি সমপ্রদায়ের একটি গ্রামে আইএস জঙ্গিরা অন্তত ৮০ জনকে নির্বিচার হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে৷