ঢাকা,১৭আগষ্ট : রাষ্ট্রপতি আবদুল হামিদ জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে বিদ্যমান ভ্রাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার জন্য সকল ধর্মের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন৷রাষ্ট্রপতি বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ৷বাংলাদেশের সকল ধর্মের মানুষ স্মরণাতীত কাল থেকে পারস্পরিক সম্প্রীতি, আনত্মরিকতা ও ঐক্য সমুন্নত রেখে তাদের নিজ নিজ ধর্ম পালন করছেন৷
তিনি রোববার বঙ্গভবনে এক সংবর্ধনায় বক্তৃতাকালে এ কথা বলেন৷রাষ্ট্রপতি ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গভবনে হিন্দু সম্প্রদায়ের জন্য এ সংবর্ধনার আয়োজন করেন৷ধর্মবিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সংবর্ধনায় উপস্থিত ছিলেন৷হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ব্যক্তিত্ব এবং হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পেশার লোকজন সংবর্ধনায় যোগদান করেন৷বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার ও নেপালের রাষ্ট্রদূত সংবর্ধনায় উপস্থিত ছিলেন৷রাষ্ট্রপতি ও তার পত্নী রাশিদা খানম বঙ্গভবনে অতিথিদের স্বাগত জানান এবং তাদের সাথে শুভেচছা বিনিময় করেন৷
এদিকে,রাষ্ট্রপতি আবদুল হামিদচোখের চিকিত্সার জন্য রোববার লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন৷বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট দুপুর ২টায় হজরত শাহজালাল আনত্মর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতিকে নিয়ে যাত্রা করে৷
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বাংলাদেশে কূটনৈতিক কোরের ডীন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধানগণ এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান৷রাষ্ট্রপতি আগামী ২৫ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে৷