যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা

দৈনিকবার্তা ডেস্ক : ভারতের নির্মিত সবচেয়ে বড় যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুদ্ধজাহাজটির নাম আইএনএস কলকাতা। শনিবার এর উদ্বোধনের সময় মোদি বলেন, আইএনএস সম্পূর্ণভাবে ভারতেই নির্মিত, যা আমাদের আত্মনির্ভরতার প্রতীক। এটি ভারতের সক্ষমতার চিহ্ন বহন করে এবং এ থেকে বিশ্ব ভারত সম্পর্কে নতুন বার্তা পাবে। তিনি আরো বলেন, আইএনএস কলকাতা কমিশনিংয়ের পর আর কোনো দেশ ভারতে চ্যালেঞ্জ করার সাহস পাবে না। সামরিকভাবে শক্তিশালী হলে আমাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না। যুদ্ধজাহাজটি উদ্বোধনের সময় মোদির সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বিরাজ চাবান, চিফ অব নেভাল স্টাফ অ্যাডমিরাল আরকে ধোয়ান। জেটলি বলেন, আজ ভারতের জন্য এক ঐতিহাসিক দিন। এ জাহাজটি আমাদের নৌবাহিনীকে আরো গুরুত্বপূর্ণ করে তুলবে। মুম্বাইয়ের মাজগাও ডকে আইএনএস কলকাতা নির্মিত হয়েছে। এটি ভারতের নিজস্ব সক্ষমতায় তৈরি সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। ১৫ হাজার কিলোমিটার এলাকাজুড়ে এটি অভিযান চালাতে সক্ষম। কয়েক বছরের মধ্যে এর মতো আরো তিনটি যুদ্ধজাহাজ যুক্ত হবে ভারতের নৌবাহিনীতে।