Ebola-virus-picture-2
দৈনিকবার্তা-চাঁপাইনবাবগঞ্জ,১৬আগষ্ট : বিশেষায়িত কোন ইকুইপমেন্ট না থাকলেও দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়ার হুমকির মুখে ঘাতক ব্যাধী এবোলা ভাইরাসে আক্রানত্ম কোন রোগী যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে জন্য পূর্ব-সতর্কতামূলক ব্যবস্থা গ্রহন করেছেন জেলার স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন৷ 

শনিবার এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. মোজাহারুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এবোলা ভাইরাস এখন পর্যনত্ম আফ্রিকা মহাদেশের গিনি ও লাইবেরিয়ায় দেখা দিয়েছে৷ এ ভাইরাসে আক্রানত্ম কোন রোগী যাতে ভারত হয়ে সোনামসজিদ স্থলবন্দর চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে জন্য এই সতর্কতা গ্রহন করা হয়েছে৷  ইতিমধ্যেই ডা. কুশল কুমার বান্ধ্যার নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট একটি বিশেষ মেডিক্যাল টিম গঠন করা হয়েছে৷ ঐ টিমের দু’জন করে সদস্য পর্যায়ক্রমে সোনামসজিদ চেকপোষ্টে যাত্রী ও মালামাল চলাচলকালীন দায়িত্ব পালন করবেন৷ এ ধরনের কোন রোগী প্রবেশ করা মাত্রই সংশিস্নষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষকে তাত্‍ক্ষণিক ভাবে অবহিত করার নির্দেশও দেয়া হয়েছে৷  সিভিল সার্জন আরো জানান,সোনামসজিদ চেকপোষ্টে সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রহমানকে নির্দেশনা দেয়া হয়েছে৷