সোনা উদ্ধার - gold

দৈনিকবার্তা:  চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছে রাখা ফ্লাক্সের ভেতর থেকে আটটি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস বিভাগ। শুক্রবার সকালে বন্দরের কাস্টমস বিভাগ সোনার বারগুলো উদ্ধার করেছে। বিমান বন্দর সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টায় শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া ফ্লাইটের যাত্রী মো. ওসমানের লাগেজের ভেতরে থাকা ফ্লাক্স থেকে ৯৩৩ গ্রাম ওজনের সোনার বারগুলো উদ্ধার করা হয়। ফ্লাক্সের নিচে আঠা দিয়ে বারগুলো লাগানো ছিল। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

এ ব্যাপারে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার মশিয়ার রহমান মন্ডল জানান, আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমসের বিভাগীয় আইনে মামলা হচ্ছে।