দৈনিকবার্তা-ঢাকা,১৬আগষ্ট : গলে দুই ইনিংস মিলে ৯ উইকেট নিয়েছিলেন রঙ্গনা হেরাথ৷আর কলম্বোয় এক ইনিংসেই নিলেন তার সমান সংখ্যক উইকেট, ক্যারিয়ারে যোগ করলেন দারুণ এক কীর্তি৷ সেই সঙ্গে দলের সিরিজ জয়ের আশাও টিকিয়ে রাখলেন শ্রীলঙ্কার এই স্পিনার৷
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১১৬ রানে ৩ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪৮ রানে ৬ উইকেট শিকার করেন হেরাথ৷সপ্তাহ না ঘুরতেই পুরনো সে সাফল্য টপকে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১২৭ রানে ৯ উইকেট দখল করলেন বাঁহাতি এই বোলার৷
শুক্রবার পাকিস্তান যে ছয়টি উইকেট হারিয়েছিল তার পাঁচটিই নিয়েছিলেন ৩৬ বছর বয়সী হেরাথ৷ আর শনিবার অতিথিদের শেষ চার ব্যাটসম্যানও তার শিকার৷ টেস্টে কোনো বোলারের এক ইনিংসে একাই ১০ উইকেট নেয়ার উদাহরণ আছে মাত্র দুইবার (অনিল কুম্বলে ও জিম লেকার)৷ আর নয় উইকেট ১৬ বার৷ প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে ৯ উইকেট নিলেন হেরাথ৷
২০০২ সালে ক্যান্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে শেষবার ৯ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন৷