দৈনিকবার্তা-ঢাকা,১৬আগষ্ট : জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে দারিদ্র্যের হার অনেক বেড়ে যেতে পারে৷ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে দেশ৷এর প্রভাব মোকাবিলা করতে না পারলে ২০৩০ সালের মধ্যে সামগ্রিক দারিদ্র্যের হার আরও ১৫ ভাগ বেড়ে যেতে পারে৷
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার সংস্থার (ইন্টারগভর্মেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ-আইপিসিসি) পঞ্চম মূল্যায়ন প্রতিবেদনে এসব উদ্বেগের চিত্র তথ্য তুলে ধরা হয়েছে৷ বলা হয়েছে, দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের যে অগ্রগতি হচ্ছে, জলবায়ু পরিবর্তনের কারণে তা হুমকির মুখে পড়তে পারে৷
জলবায়ু পরিবর্তনের পক্ষে তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং জাতিসংঘ সদর দপ্তরে আগামী ২৩শে সেপ্টেম্বর অনুষ্ঠেয় হাইপ্রোফাইল ক্লাইমেট সামিট-এ এসব তুলে ধরা হবে৷ জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে কেবল যে প্রাকৃতিক দুর্যোগ বাড়বে তা-ই নয়, এর ফলে খাদ্যনিরাপত্তাও সঙ্কটে পড়বে৷ কমে যাবে কৃষি উত্পাদন৷ বাড়বে মানুষের রোগ- শোক৷ এসব সমস্যা মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করে বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে বলে আইপিসিসির পঞ্চম মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়৷
পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া কি কি সঙ্কটে পড়তে পারে, কিভাবে তা মোকাবিলা করতে হবে, সে সব বিষয় তুলে ধরা হয় প্রতিবেদনে৷ আইপিসিসির প্রতিনিধিরা গত ৭ই আগস্ট পরিকল্পনামন্ত্রীর কাছে এই প্রতিবেদন ও তাদের সুপারিশ তুলে ধরেন৷
পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, জলবায়ু পরির্বতনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ৷ এ জন্য উন্নত বিশ্বই দায়ী৷ আমরা ইনোসেন্ট ভিকটিম৷ জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর আমাদের জিডিপির শতকরা ১ ভাগ ক্ষতি হচ্ছে৷ এ জন্য আন্তর্জাতিকভাবে সোচ্চার হতে হবে৷
তিনি আরও বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রচুর অর্থ ব্যয় করছে৷ উন্নত দেশগুলোকে এ খাতে এগিয়ে আসতে হবে৷ আইপিসিসির ৫ম বার্ষিকী মূল্যায়ন প্রতিবেদন ২০১৪-এ বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা অতি দ্রুত বাড়ছে৷
এ ছাড়া উন্নত বিশ্বের অতিমাত্রায় কার্বন নিঃসরণের ফলে জলবায়ু পরিবর্তনে প্রতিনিয়ত নতুন নতুন রোগের সৃষ্টি হচ্ছে৷ যার ফলভোগ করতে হচ্ছে বাংলাদেশের মতো দেশের সাধারণ মানুষকে৷ এ অবস্থা চলতে থাকলে ২০৫০ সাল নাগাদ তাপমাত্রা আরও ৫ থেকে ৭ ডিগ্রি বাড়বে৷ তাপমাত্রা ২ ডিগ্রির বেশি বাড়লেই পরিবেশের জন্য ক্ষতিকর৷ এর ফলে ধান ৮ ভাগ এবং গমের উত্পাদন ৩২ ভাগ কমবে৷
উপকূলীয় অঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে৷ এর প্রভাব মোকাবিলা করতে না পারলে ২০৩০ সালের মধ্যে সামগ্রিক দারিদ্র্যের হার আরও ১৫ ভাগ বেড়ে যেতে পারে৷ বেড়ে যাবে ম্যালেরিয়া ও ডেঙ্গুর প্রকোপ৷ আর এ থেকে বেরিয়ে আসতে উন্নত বিশ্বের দেয়া আশ্বাসের প্রতিফলন ঘটাতে হবে৷
এ অবস্থায় উন্নয়নশীল দেশের কার্বন ডাই অঙ্াইড নিঃসরণের পরিমাণ কমাতে উন্নত বিশ্বের কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে উন্নয়নশীল রাষ্ট্রের জন্য অবিলম্বে ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আন্তঃরাষ্ট্রীয় বৈজ্ঞানিকদের সংগঠন দ্য ইন্টার গভর্মেন্টাল প্যানেল অব ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)৷
বিশেষ করে দক্ষিণ এশিয়ায় অতি দ্রুত এ সম্পর্কে ব্যবস্থা না নিলে এক সময় তা বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হবে যা কোন উন্নয়নশীল রাষ্ট্রের পক্ষে সামলানো কঠিন হয়ে পড়বে৷ সংগঠনটি ৫ম বারের মতো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্ভোগে মানুষ কিভাবে কষ্ট করছে ও ভবিষ্যত্ বিপর্যয় কি আকার ধারণ করবে তা তুলে ধরেছে৷ জলবায়ু পরিবর্তন নিয়ে ১৯৮৮ সাল থেকে কাজ করছে আইপিসিসি৷
সারা বিশ্বের ৮৫০ বিজ্ঞানী এখানে কাজ করছেন৷ বিশ্বের বিভিন্ন দেশ থেকে জলবায়ু পরিবর্তনের তথ্য নিয়ে প্রতিবেদন তৈরি করে আইপিসিসি৷২০১৩ সালের সেপ্টেম্বর থেকে আইপিসিসির পঞ্চম প্রতিবেদন তৈরির কাজ শুরু হয়৷ এবারের মূল্যায়ন প্রতিবেদন তৈরির সঙ্গে যুক্ত ছিলেন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পরিবর্তন বিষয়ক গবেষক জন চার্চ এবং বেসরকারি সংগঠন সিডিকেএনের বাংলাদেশ প্রধান মনজুরুল হান্নান খান৷ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব ড.মেজবাউল আলম বলেন,এখন আর কোন সন্দেহ নেই জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং আমাদের উন্নয়ন ও প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে৷ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতির শিকার বাংলাদেশ৷ এ ক্ষেত্রে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, সাইক্লোন, বন্যা, ঘূর্ণিঝড়, সমুদ্রের উচ্চতা বৃদ্ধিসহ নানা প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছি আমরা৷
এ রিপোর্টে বিজ্ঞানসম্মতভাবে তুলে ধরা হয়েছে জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব এবং করণীয় সম্পর্কে৷ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব শফিকুর রহমান পাটোয়ারী বলেন, এই প্রতিবেদনে খাদ্য নিরাপত্তা, কৃষি ও ব্যবসা বাণিজ্যসহ অর্থনৈতিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে৷ তিনি বলেন, ন্যাশনাল ক্লাইমেট চেঞ্জ ফান্ড সরকারের অর্থায়নে কাজ করছে৷ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়ান্স ফান্ড কাজ করছে দাতাদের সহায়তায়৷ বাংলাদেশ আন্তর্জাতিকভাবে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে যাচ্ছে৷ পাশাপাশি বিশ্ব কমিউনিটির উন্নয়নেও কাজ করছে৷
ক্লাইমেট এশিয়া ২০১৩-এর প্রতিবেদন:
ক্লাইমেট এশিয়ার জরিপে অংশ নেয়া প্রায় ৩৩ হাজার মানুষ ক্রমবর্ধমান তাপমাত্রা এবং চরম আবহাওয়া থেকে শুরু করে খাদ্য ও পানি সঙ্কটের কারণে তাদের পরিবেশ এবং জীবনযাত্রার মূল উপাদানগুলোতে ব্যাপক পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন৷ তিন-চতুর্থাংশ মত প্রদানকারী বলেছেন, গত ১০ বছরে তাপমাত্রা ক্রমশ বাড়ছে৷ এছাড়া, চলতি বছর তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি পর্যন্ত বাড়ে৷ বাংলাদেশের শতকরা ৮৪ ভাগ মানুষ জানিয়েছে, জলবায়ু পরিবর্তন তাদের উপার্জন ক্ষমতার ওপর প্রভাব ফেলেছে৷ পেশা পরিবর্তনসহ জীবনযাত্রা এবং কৃষিকাজেও পরিবর্তন এনেছে তারা৷
গবেষণায় বলা হয়, ঢাকার মতো বড় শহরগুলোতে পরিবেশ বিপর্যয়ের কারণে শরণার্থী হয়ে আসা জনগোষ্ঠীকে সামলাতে হিমশিম খেতে হচ্ছে৷ বস্তিতে বসবাসকারীরা অবকাঠামোর অভাব, ঘনবসতি, দূষণ এবং পর্যাপ্ত অর্থ উপার্জন করতে না পারার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন৷ দেশের বিভিন্ন প্রান্তের জেলে এবং কৃষকরা জানিয়েছেন, উন্নয়নের কিছু উপকারিতা তারা ভোগ করছেন৷তবে দ্রব্যমূল্যের বৃদ্ধি এবং স্বল্পতা তাদের জন্য বড় সমস্যা৷
এদিকে,জলবায়ু পরিবর্তনের কারণে গত কয়েক বছর ধরে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় খুলনা, বরিশাল,পটুয়াখালী, বরগুনা,ভোলা, পিরোজপুর ও বাগেরহাট জেলার আমন চাষ ব্যাহত হচ্ছে৷ প্রতি বছর নষ্ট হচ্ছে আমন বীজ৷ এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা৷ চালের দাম বেড়ে গেছে কেজি প্রতি ৫ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত৷ বিশ্বব্যাংকের এক প্রতিবেদনের পূর্বাভাসে বলা হয়, প্রতি তিন থেকে পাঁচ বছর পর পর বাংলাদেশের দুই-তৃতীয়াংশ এলাকা বন্যায় ডুবে যাবে৷
এতে ফসলের ক্ষতি হওয়ার পাশাপাশি গরিব মানুষের ঘরবাড়ি বিনষ্ট হবে৷ তাপমাত্রা আড়াই ডিগ্রি সেলসিয়াস বাড়লে বন্যায় প্লাবিত এলাকার পরিমাণ শতকরা ২৯ ভাগ বাড়বে৷ বন্যার সময় আগের চেয়ে বেশি উচ্চতা নিয়ে পানি প্রবাহিত হবে৷ এতে প্রধান ফসল বোরো ও আমনের উত্পাদন ক্ষতিগ্রস্ত হবে৷ প্রতিবেদনে আরও বলা হয়, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ৬৫ সেন্টিমিটার বাড়লে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শতকরা ৪০ ভাগ ফসলি জমি হারিয়ে যাবে৷