দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

দৈনিকবার্তা-ঢাকা,১৬আগষ্ট : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, সর্বস্তরের জনগণের নিষেধ সত্ত্বেও খালেদা জিয়া ১৫ আগস্ট কেক কেটে উল্লাস করেছেন৷তার এ উল্লাস বঙ্গবন্ধুকে হত্যার আনন্দের বহিঃপ্রকাশ ও কথিত জন্মদিনের নিমিত্ত মাত্র৷ 

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শেখ রাসেল শিশু সংসদ আয়োজিত শিশু-কিশোরদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর জীবন ও কমের্র উপর চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তিনি৷  সংগঠনের সভাপতি পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড.সুলতানা সফির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এম আকতার হোসেন, বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন৷ 

খালেদা জিয়া ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালন করে বঙ্গবন্ধুর খুনিদের উত্তরসূরি হিসেবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন মায়া৷জাতীয় শোক দিবসে খালেদা জিয়ার জন্মদিন পালনের সমালোচনা করেন তিনি বলেন, খালেদা জিয়া জন্মদিন পালন করে, ৭১ এবং ৭৫ এর খুনিদের উত্তরসূরি হিসেবে নিজেকে প্রমাণ করছেন৷মায়া বলেন, বিএনপি পাকিস্তানের দালাল হিসেবে কাজ করে যাচ্ছে৷ দেশকে এগিয়ে নিতে এদের প্রতিহত করা প্রয়োজন৷ 

তিনি বলেন, যারা শোক দিবসে উল্লাস করে তারা জাতীর শত্রু৷এদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি৷মন্ত্রী বলেন চিরশত্রু পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে হত্যার সাহস পায়নি, অথচ বাংলাদেশের কুলাংগার সন্তানেরা তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে৷ সে সময় বঙ্গবন্ধুর আদরের ছোট সন্তান প্রাণ ভিক্ষা চেয়েও হত্যাকারীদের মন টলাতে পারেনি৷ শিশুসহ সপরিবারে এমন নির্মম হত্যাকাণ্ড ইতিহাসে বিরল৷  নার্সারি েেথকে নবম শ্রেণি পর্যন্ত ৪ ক্যাটাগরিতে প্রতিযোগিতায় শতাধিক পপ্রেিযাগী অংশগ্রহণ করে৷ অটিজম শিশুদের জন্য আলাদা প্রতিযোগিতার সুযোগ রাখা হয়৷ মন্ত্রী পরে ঘুরে ঘুরে চিত্রাংকন দেখেন ও শিশুদের সাথে শেখ রাসেল নিয়ে কথা বলেন৷