ক্যাসিয়াস সবসময়ই বিশ্বসেরা থাকবে-রোনাল্ডো

দৈনিকবার্তা স্পোর্টস-ঢাকা,১৬আগষ্ট : ইকার ক্যাসিয়াস তার সেরা খেরা খেলে ফেলেছেন এবং এসবই এখন অতীত, একথা মানতে নারাজ রিয়াল মাদ্রিদে বিশ্বের অন্যতম সেরা এই গোলরক্ষকের দীর্ঘদিনের সতীর্থ ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ একইসাথে তিনি আরো বলেছেন স্প্যানিশ এই গোলরক্ষক ও অধিনায়ক এখনো বিশ্বসেরাই রয়েছেন৷

গত দুটি মৌসুম মোটেই ভাল কাটেনি ক্যাসিয়াসের৷ আর তাই ক্লাব ফুটবলে দিয়েগো লোপেজের কাছে তাকে রিয়াল মাদ্রিদের মূল একাদশের জায়গাটিও হারাতে হয়েছে৷ ক্লাব ফুটবল ছাড়াও গোলবারের নীচে নিজেকে মোটেই প্রমান করতে পারেননি বিশ্বকাপে চ্যাম্পিয়নের তকমা গায়ে লাগানো স্প্যানিশ দলের এই অধিনায়ক৷ তার এই ব্যর্থতায় পুরো দলকেও পড়তে হয়েছে চরম লজ্জাজনক পরিস্থিতিতে৷ গ্রম্নপ পর্ব থেকে বর্তমান চ্যাম্পিয়নদের হতাশাজনক বিদায় অনেকেই খুব একটা ভালো চোখে দেখেনি৷

কিন্তু ক্যারিয়ারে সাম্প্রতীক এই হতাশা সত্তেও আবার তার সামনে সুযোগ এসেছে রিয়ালের মূল একাদশে জায়গা করে নেবার৷ আসন্ন মৌসুমে লোপেজকে এসি মিলানের কাছে বিক্রি করার পরেই ক্যাসিয়াসকে নিয়ে আবার নতুন স্বপ্ন বুনতে শুরম্ন করেছে সমর্থকরা৷ যদিও কোস্টা রিকার গোলরৰক কেইলর নাভাসকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্টরা৷ কিন্তু রোনল্ডো মনে করেন ৩৩ বছর বয়সী এই গোলরৰকের হাতেই রিয়াল নিরাপদে থাকতে পারবে৷ ক্যাসিয়াসের রয়েছে তিনটি চ্যাম্পিয়নস লীগ, দুটি ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ এবং একটি বিশ্বকাপ জয়ের দারম্নন এক অভিজ্ঞতা৷ রোনাল্ডো বলেছেন, বিশ্বের অন্যতম সেরা গোলরৰকের স্বীকৃতি ক্যাসিয়াসের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবেনা৷ সে সবসময়ই বিশ্বমানের খেলোয়াড়ই থাকবেন৷

মঙ্গলবার সেভিয়ার বিপক্ষে ইউয়েফা সুপার কাপ জয়ের মাধ্যমে মাদ্রিদ এবারের মৌসুম শুরম্ন করেছে৷ ম্যাচটিতে ২-০ গোলে জয়ী মাদ্রিদের পৰে দুটি গোলই করেছেন রোনাল্ডো৷ পর্তুগীজ এই ফরোয়ার্ড বিশ্বাস করেন ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের জন্য নিজেদের আধিপত্য ধরে রাখার মিশন শুরম্ন হলো এই শিরোপা জয়ের মাধ্যমে৷ রোনাল্ডো বলেছেন আমাদের বর্তমান নিয়ে চিনত্মা করতে হবে, ভবিষ্যত নয়৷ এই মূহুর্তে সামনে যা আছে সেটা নিয়েই ভাবতে হবে৷ আমরা ইউরোপীয়ান কাপ জয় করেছি, এটা দিয়ে শুরম্ন হলো৷ এখন আমাদের কাজ চালিয়ে যেতে হবে৷ মৌসুমের শুরম্নটা জয়ের মাধ্যমে করায় আমরা বেশ সন্তুষ্ট৷