ইরাকে ৮০ইয়াজিদিকে হত্যা করেছে ইসলামিক স্টেট 
দৈনিকবার্তা-ঢাকা : ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গি-বিদ্রোহীরা ইরাকের উত্তরাঞ্চলের একটি গ্রামে সংখ্যালঘু ইয়াজিদি সমপ্রদায়ের ৮০ জনকে হত্যা করেছে৷ শুক্রবার একজন ইয়াজিদি আইনপরিষদ সদস্য (এমপি) ও দুজন কুর্দি কর্মকর্তা নির্বিচার এ হত্যাকাণ্ডের কথা জানিয়েছেন৷ 

বিবিসি জানিয়েছে, শুক্রবার বিকেলে আইএস’র জঙ্গিরা সিনজার থেকে ৪৫ কিমি দূরের কোচো গ্রামে প্রবেশ করে লোকজনকে ইসলাম ধর্ম গ্রহণ করতে অথবা মৃতু্যকে বরণ করে নিতে বলে৷জ্যেষ্ঠ কুর্দি কর্মকর্তা হোশিয়ার জেবারি বলেছেন, বিকেলে তারা অনেকগুলো গাড়িতে করে এসে হত্যাকাণ্ড শুরু করে৷ আমাদের ধারণা ধর্ম পরিবর্তন অথবা হত্যা, এই নীতি অনুসারে তাদের হত্যা করা হয়েছে৷ 

একজন ইয়াজিদি এমপি এবং অপর এক কুর্দি কর্মকর্তা হত্যাকাণ্ডের কথা নিশ্চিত করে গ্রামটির নারীদের অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন৷এমপি মাহামা খলিল জানিয়েছেন, তিনি হামলা থেকে বেঁচে যাওয়া গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন৷ এক ঘন্টার মধ্যে সবাইকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা৷ 

পাশের এক গ্রামবাসী জানিয়েছেন, তাদের এলাকার এক আইএস যোদ্ধা তাকে ওই হত্যাকাণ্ডের বিস্তারিত জানিয়েছেন৷তিনি বলেছেন, সে আমাকে জানিয়েছে, ওই গ্রামের বাসিন্দাদের ইসলাম ধর্মে দিক্ষিত করার জন্য পাঁচদিন ধরে চেষ্টা করেছে আইএস, আর আজকে (শুক্রবার) এই বিষয়ের ওপর একটি দীর্ঘ বক্তৃতা দেয়া হয়৷ তারপর সেখানে আসা পুরুষদের জড়ো করে হত্যা করা হয়৷ 

সেখানে থাকা নারী ও মেয়েদের সম্ভবত তাল আফারে নিয়ে যাওয়া হয়েছে, কারণ বিদেশি যোদ্ধারা সেখানেই আছেন, বলেন তিনি৷পাশের গ্রামের এই লোকের বক্তব্য অন্যকোনো সূত্রের মাধ্যমে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স৷উত্তর ইরাকে অভিযান চালানোর সময় ইসলামিক স্টেটের জঙ্গিরা অন্ততপক্ষে ৫শ’ ইয়াজিদিকে হত্যা করেছে, ইরাকের মানবাধিকার মন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি গত রোববার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন৷ 

আইএস’র সুনি্ন জঙ্গিরা নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে জীবন্ত কবর দিয়েছে বলে জানিয়েছেন আল সুদানি৷ এছাড়া ৩শ’ নারীকে দাস হিসেবে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি৷উত্তর ইরাকে আইএস জঙ্গিদের তাড়ায় ইয়াজিদি ও ওই এলাকার খ্রিস্টানরা পালিয়ে আরো উত্তরের পবর্তমালায় আশ্রয় নিয়েছিল, এদের রক্ষা করতে এবং আইএস’র অগ্রযাত্রা থামাতে জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছিল যুক্তরাষ্ট্র৷