আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন

31-08-13-addresess_pm-2_79346_0দৈনিকবার্তা -ঢাকা, ১৬আগষ্ট: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষের জন্য নিজের জীবনের সুখ আহ্লাদ সবকিছুই ত্যাগ করেছেন। ১৫ আগস্টের কালো রাতে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছে ঘাতকরা। ছোট্ট শিশু শেখ রাসেলকেও ঘাতকরা ছাড়েনি।

তিনি বলেন, ৭৫ এর ১৫ আগস্টের ষড়যন্ত্রের সঙ্গে জিয়াউর রহমান জড়িত। ৭৫ এর পর জিয়াউর রহমান আমাকে ও শেখ রেহানাকে দেশে ফিরতে দেয়নি। আমাকে বার বার দেশে আসতে বাধা দেয়া হয়েছে। পরবর্তীতে আমাকে যখন আওয়ামী লীগের সভাপতি করা হয়েছে তখন আমি দেশে ফিরে এসেছি। আমি শোক ব্যাথা বুকে নিয়ে জাতির জনকের স্বপ্ন পূরণে বাংলার মাটিতে ফিরে এলাম।

আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যখন দেশে আসি তখন আমার ছোট্ট রাসেলকে দেখিনি। জামাল-কামালকে দেখিনি আমি; কিন্তু আমি দেখেছি বাংলার লাখো মানুষকে। আমি স্বজন হারানোর ব্যাথা বুকে নিয়ে এ মানুষগুলোর কাছে গিয়েছিলাম। ঘাতকদের বিচারের লক্ষ্য নিয়েই আমি কাজ করেছি।’