Shamim Osman & Ive Rahman মঙ্গলবার রাতে একাত্তর টিভির টকশোকে আলোচনায় অংশ নিয়েছিলেন নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াত্‍ আইভী৷ উভয়ের মধ্যে টকশো চলাকালে উত্তপ্ত বাক্যবিনিময় হয়৷ এক পর্যায়ে আইভিকে মারতেও উদ্যত হন গডফাদারখ্যাত শামীম ওসমান৷ সেসময় আইভি টকশো ছেড়ে চলে যেতে উদ্যত হলেও সঞ্চালকের অনুরোধে থেকে যান৷

দৈনিকবার্তা, ১৩/০৮/২০১৪: সম্প্রতি নারায়ণগঞ্জে সাত খুনের পেছনে কারা দায়ী একাত্তর টেলিভিশনের ওই টক শোতে এনিয়ে দুজন মুখোমুখী হন৷ এই টকশোটি সঞ্চালকের দায়িত্ব পালন করেন শাকিল৷

অনুষ্ঠানের বিরতির মধ্যেও তাদের বাদানুবাদ চলছিল বলে অনুষ্ঠানে অংশ নেয়া তৃতীয় আলোচক গোলাম মোর্তজা জানিয়েছেন৷

বুধবার গোলাম মর্তুজা তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন, বেশ কয়েকবার শামীম-আইভী বিরতিতে যেভাবে উত্তেজিত বাক্য বিনিময় করেছেন, শামীম ওসমান আইভীকে প্রায় আক্রমণ করতে উদ্যত হয়েছেন, তাতে স্টুডিওতে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছিল৷

শামীম ওসমান আইভীকে বলেছেন, ‘তুই নারায়ণগঞ্জে চল, তোরে দেখাইতেছি ৃ৷ আইভীও কমন যাননি৷ শামীম ওসমানকে উদ্দেশ্য করে বলেন, ‘চল নারায়ণগঞ্জে ৃকী করবি?

অনুষ্ঠান শেষে কিছু একটা বলে আইভী যখন বের হয়ে যাচ্ছিলেন তখন তিনি (শামীম) মারতে ছুটে যান৷ এসময় স্টুডিওতে উপস্থিত লোকজন তাকে ধরে আটকায়৷ মোর্তজনা লিখেছেন, বিরতিতে আমার উপর যেভাবে ক্ষিপ্ততা দেখিয়েছেন, ব্যক্তিগত আক্রমণ করেছেন, তাতে যে কারোরই ভয় পাওয়ার কথা৷

সঞ্চালককে জবাবদিহির এক পর্যায়ে শামীমকেও ‘মিথ্যাবাদী’ বলেন আইভী, যাকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন এই নারী৷ এ সময় শামীম বলে ওঠেন, তুমি উঠে যাচ্ছ উঠে যাও, বেয়াদবি করো না৷ এসময় উত্তেজিত কন্ঠে পাল্টা জবাবে শামীম ওসমানকে ‘বেয়াদব’ বলেন আইভী৷

সঞ্চালকের অনুরোধে অবশ্য আইভী আবারো বসে পড়েন এবং আলোচনা চালিয়ে যান নারায়ণগঞ্জের রাজনীতিতে প্রভাবশালী দুই পরিবারের এই দুই সদস্য৷