ঢাকা ১১ আগস্ট
দৈনিকবার্তা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সম্প্রচার নীতিমালা দিক নির্দেশনামূলক। এটি কোন আইন নয়। এখানে শাস্তির কোন বিধান নেই। তাই কণ্ঠরোধের বিষয়টি সম্পূর্ণ অমূলক ও কল্পনাপ্রসূত ।
সচিবালয়ের তথ্য অধিদপ্তরে সোমবার জাতীয় সম্প্রচার নীতিমালা নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সম্প্রচার নীতিমালায় তথ্য মন্ত্রণালয়ের কাছে কোন ক্ষমতা দেয়া হয়নি। সম্প্রচার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করার জন্যই এ নীতিমালা। এতে মন্ত্রণালয়ের কোন ক্ষমতা নেই। প্রধানমন্ত্রী সব কাজ ফেলে রেখে হলেও দ্রুততম সময়ে কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন বলে তথ্যমন্ত্রী জানান।
ইনু বলেন, সম্প্রচার নীতিমালা ও কমিশন গঠন করার মাধ্যমে তথ্য মন্ত্রণালয় তার ক্ষমতা ছেড়ে দিতে চাচ্ছে। তাই যারা না বুঝে সমালোচনা করছেন, তাদের বিষয়টি বোঝা উচিৎ। যারা এর সমালোচনা করে বলছেন, তাদের বলতে চাই, বর্তমান আইন অনুযায়ী তথ্য মন্ত্রণালয় যথেষ্ট ক্ষমতা ভোগ করে।
তথ্যমন্ত্রী বলেন, এই নীতিমালা প্রণয়ন করতে গিয়ে আমরা ভারত, থাইল্যান্ড, পাকিস্তান, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ অফ্রিকা ও আয়ারল্যান্ডের সম্প্রচারনীতিমালা পর্যালোচনা করেছি।
তথ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, গণমাধ্যমকর্মী, গণমাধ্যম কর্তৃপক্ষ, অংশীজন, বিশেষজ্ঞ ও দর্শকশ্রোতা সকলের কল্যাণের জন্য এ নীতিমালা। এ সময় মন্ত্রী নীতিমালা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।