image_115993.gold_biscuitদৈনিকবার্তা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হলের সামনে থেকে ৪ কেজি ২০০ গ্রাম স্বর্ণের বারসহ জামাল উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস অধিদপ্তর। আজ সোমবার সকালে বিজি-০৪৮ ফ্লাইটে দুবাই থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক করা স্বর্ণের বারের দাম আনুমানিক দুই কোটি ২০ লাখ টাকা। কাস্টমস অধিদপ্তরের ইন্সট্রাক্টর মোস্তফা জামাল দৈনিকবার্তা কে বিষয়টি নিশ্চিত করেছেন।
মোস্তফা জামাল জানান, আজ সকাল ১০টায় দুবাই থেকে আসা এক যাত্রীর বাইসাইকেলে তল্লাশি চালিয়ে বাইসাইকেলের পাইপের ভেতর স্বর্ণের খোঁজ পায়। পরে সেখান থেকে চার কেজি ২০০ গ্রাম ওজনের ৩২টি স্বর্ণের বার আটক করে কাস্টমস বিভাগের সদস্যরা।