দৈনিকবার্তা: ১১/০৮/২০১৪
ক্রীড়া প্রতিবেদক : কয়েকদিন পরে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল৷ এর মধ্যে নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছেন মুশফিকরা৷ গতকাল রোববার নিজেদের প্রস্তুতি এবং ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দলের লৰ্য নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম৷
গত দেড় মাস যাবত কঠোর অনুশীলন করছেন জাতীয় দলের ক্রিকেটাররা৷ ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে এই প্রস্তুতি মুশফিকদের৷ একটু বেশি পরিশ্রম করাটা স্বাভাবিক৷ কারণ এ বছর একের পর হার দেখেছেন মুশফিকরা৷ হারের বৃত্ত থেকে বের হতে তাই মরিয়া ক্রিকেটাররা৷
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতেছিল বাংলাদেশ৷ এবারো তার পুনরাবৃত্তি চায় মুশফিকরা৷ নিজেদের সেরা খেলাটা খেলতে চান তারা৷ সংবাদ সম্মেলনে তিনি বলেন, কঠিন তো সবকিছুই৷ আমার মনে হয় ক্রিকেট কোন সহজ খেলা নয়৷ আমাদের লক্ষ্য প্রতিটি সিরিজে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলা৷ ভালো খেললে যেন ফরম্যাট হোক না কেন, আপনি জিতবেন৷ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে না পারলে যেকোনো ফরম্যাটে আপনি জিততে পারবেন না৷
সবকিছু ঠিকঠাক মতো থাকলে ক্যারিবীয়দের সঙ্গে জেতা সম্ভব মনে করছেন তিনি৷ মুশফিক আরো বলেন, আমাদের সঙ্গে সবকিছু যদি ঠিক মতো হয় তাহলে দেখবেন আমরা ভালো করতে পারবো৷
অনেকগুলো ম্যাচ জেতার সুযোগ রয়েছে৷ আর ওয়েস্ট ইন্ডিজেরও খুব একটা ভালো সময় যাচ্ছে সেটা বিশ্বাস করবো না৷ কারণ লাস্ট সিরিজে ওরা নিউজিল্যান্ডের সঙ্গে হেরেছে৷ মানসিকভাবে ওরাও হতাশ৷ আমাদের লক্ষ্য সেরা খেলাটা খেলার৷ দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সব সময় দলের জন্য গুরম্নত্বপূর্ণ ভূমিকা রাখেন৷ কিন্তু এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেই তিনি৷ তার না থাকা দলে কোন প্রভাব পড়বে না মনে করছেন অধিনায়ক৷ মুশফিক বলেন, দলে কে আছে বা কে নাই সেটা বিষয় না৷ সে (সাকিব) আমাদের একজন বড় পারফর্মার৷ গত ৮ বছর সে আমাদের সঙ্গে ছিল৷ সে (সাকিব) থাকলে হয়তো ঔ রকম না যে সবাই রিলাক্সে থাকবে, বা সব কাজ ও একাই করবে৷ ক্রিকেট কিন্তু একজনের খেলা না৷ আমাদের মতো দলের তিন-চারজনকে পারর্ফম করতে হয়৷ আমাদের যে কয়জন খেলোয়াড় আছেন তারা ফর্মে নেই৷ গত এক-দেড় মাস তারা অনেক কঠিন পরিশ্রম করেছে৷ আশা করবো তারা চাপটা নেবে৷ আমার মনে হয় তারা তাদের সেরাটা দিয়ে চেষ্টা করবে৷
এ বছর জানুয়ারিতে শ্রীলঙ্কার সঙ্গে দুটি টেস্ট ছাড়া আর কোনো টেস্ট খেলা হয়নি লাল-সবুজদের৷ আর ভিন্ন আবহাওয়া হলেও সেটা নিয়ে চিনত্মিত নন তারা৷ সবকিছু মানিয়ে নিতে চান মুশফিক৷ তিনি বলেন, অনেক দিন আমরা লংগার ভার্সন খেলি না৷ যেহেতু আমরা ওদের ওখানে গিয়ে একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচ খেলবো৷ সুযোগ আছে ওদের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়ার৷ আর ওদের ওখানে এর আগেও আমরা খেলেছি৷ আমরা একটু হলেও জানি৷ সব কিছু নির্ভর করে ওদের ওখানে গিয়ে কেমন খেলবো, শুরম্নটা কেমন হবে তার ওপর৷ আশা করছি সব কিছু আমাদের ভালো যাবে৷
২০০৯ সালে ওয়ানডে সিরিজ ও টেস্ট সিরিজ জিতেছিলো বাংলাদেশ৷ তবে এবারের দল আগের থেকে কিছুটা বিভিন্ন মানছেন দলপতি৷ তিনি বলেন, একটা ভালো অবস্থান থাকলে সেটা দলে কাজে আসে৷ সে সময় টিমের মধ্যে একটা গতি ছিল৷ এছাড়া আমরা ভালো ক্রিকেটও খেলেছিলাম তাই জিতেছি৷ কিন্তু এবার ওদের দলটা আগের চেয়ে শক্তিশালী হবে৷ ভালো ক্রিকেট আপনি যেখানেই খেলেন না কেন, যেকোনো দলকে হারানো সম্ভব৷ গত এক-দেড় বছর আমরা যেমনটি খেলেছিলাম তেমনটি এ বছর খেলতে পারছি না৷ যেন জয়ে ফিরতে পারি সেই চেষ্টাই করবো৷
ক্যারিবীয়দের বিপক্ষে কিছু পরিকল্পনা করেছে বাংলাদেশ৷ সেটা করতে পারলে জয় সম্ভব মনে করছেন তিনি৷ তার ভাষায়, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো বাউন্সি উইকেটে বা ফিল্ডিং উইকেটে হয়তো আমরা যাচ্ছি না৷ আমরা বাইরে খেলতে যাচ্ছি৷ আর বাইরে আমাদের অর্জন যে খুব ভালো সেটাও না৷
আমরা কিছু পরিকল্পনা করেছি ওদের বিপক্ষে খেলার জন্য৷ পরিকল্পনাগুলো যেন তাদের বিপক্ষে কাজে লাগে আমরা সে চেষ্টা করবো৷ তাদেরকে যেন হারাতে পারি৷