iby_133359দৈনিকবার্তা : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নূর হোসেনকে দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করলেই সাত খুনের ঘটনার রহস্য উন্মোচিত হবে। এ হত্যাযজ্ঞ কীভাবে ঘটেছে তা জানা যাবে। সোমবার সচিবালয়ে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের আইভী এসব কথা বলেন। আইভী বলেন, “নূর হোসেনকে ফিরিয়ে আনলেই হত্যাকাণ্ডের কারিগর ধরা পড়বে।” এ হত্যাকাণ্ডে নারায়ণগঞ্জের গডফাদাররা জড়িত উল্লেখ করে মেয়র আইভী বলেন, কারা এর সঙ্গে জড়িত তা নারায়ণগঞ্জবাসীসহ দেশের সবাই জানে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইভী বলেন, “সাত খুনের ঘটনায় আমি যদি জড়িত থাকি তাহলে আমাকেও যেন আইনের আওতায় আনা হয়।”

হত্যাকাণ্ডে আইভীর ঘনিষ্ঠজনরাও জড়িত- শামীম ওসমানের এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইভী বলেন, আমার ঘনিষ্ঠ বা আমিও যদি জড়িত থাকি, তাহলে তা বের করেন। তিনি বলেন, “নারায়ণগঞ্জের মানুষ নিরাপদে নেই। সেই জন্য আমিও নিরাপদ বোধ করছি না।”

নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “যখন একটি শহরের সব মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে তখন আমার কথা আলাদা করে বলার কিছু নেই। কিন্তু আমি বিশ্বাস করি, মানুষ মরে একবার। আমি মৃত্যুকে ভয় পাই না।
এক প্রশ্নের জবাবে আইভী বলেন, “এই সরকারই র‌্যাবের তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে। সুতরাং সরকারই পারে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে।”

সোমবার পৌনে ১১টার দিকে সচিবালয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার কক্ষে এ জিজ্ঞাসাবাদ শুরু হয়।

সচিবালয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার কক্ষে নারায়ণগঞ্জের মেয়রকে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কমিটির আহ্বায়কও সাংবাদিকদের সামনে কথা বলেন।
মেয়র আইভীকে জিজ্ঞাসাবাদের কারণ জানতে চাইলে শাহজাহান আলী বলেন, নিহত একজন এবং যার বিরুদ্ধে অভিযোগ- দুজনই সিটি কর্পোরেশনের কাউন্সিলর। তিনি তাদের চেনেন কিনা, তাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল- এসব বিষয়ে জানতে চেয়েছি।
আইভী বিশেষ কিছু বলেছেন কিনা- এই প্রশ্নে তদন্ত কমিটির প্রধান বলেন, এটা তদন্তের বিষয়। যেটুকু বলা যায় সেটুকু আমরা আপনাদের বলেছি।

এই তদন্ত কমিটি এ পর্যন্ত ৩৫০ জনের বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে, যাদের মধ্যে র‌্যাবের শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন। আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের কথা রয়েছে।
এর আগে ওই ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি কলকাতার কারাগারে আটক নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা জানতে চাইলে এ নিয়ে চিন্তাভাবনা চলছে বলেও জানান তিনি।
সাত খুনের ঘটনায় এরই মধ্যে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান, চাকরিচ্যুত তিন কর্মকর্তা, নুর হোসেনের সহযোগীসহ ৩৫৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছে কমিটি।