দৈনিকবার্তা: সংযুক্ত আরব আমিরাতে নতুন করে আরও ২১৫টি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। বর্তমানে দেশের প্রতিটি এলাকায় অন্তত একটি করে ইসলামিক স্থাপত্যশৈলী ও নিজেদের ঐতিহ্যের মিশেলে তৈরি মোট ৫০৩৬টি মসজিদ আছে। খবর গালফ নিউজ।
সংযুক্ত আরব আমিরাতের ইসলামিক সম্পর্কবিষয়ক সাধারণ কর্তৃপক্ষ নামক একটি সরকারি সংস্থা প্রকাশিত এক পরিসংখ্যানে দেশটির মসজিদের সংখ্যার ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। সংস্থাটির মহাপরিচালক ড. মোহাম্মদ মাত্তার আল কা’আবি বলেছেন, এ বছর আরও মসজিদ নির্মাণের পরিকল্পনা রয়েছে। বছর শেষের দিকে সেই সংখ্যা হবে ২১৫। কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছে, মসজিদগুলোর কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। ক্রমবর্ধমান জনসংখ্যা ও উন্নয়নের বিস্তারকে মসজিদ নির্মাণের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।