govt_logo_940631569_22942দৈনিকবার্তা : ১৫’শ প্রাথমিক বিদ্যালয়ে নবসৃষ্ট পদে ৯ হাজার প্রাথমিক শিক্ষক ও নাইট গার্ড নিয়োগের লক্ষ্যে দ্রুত পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

আজ রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫ম বৈঠক এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেন।

বৈঠকে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) বিহীন ১২টি জেলা শহর ঝালকাটি, রীয়তপুর, নারায়নগঞ্জ, লালমনিরহাট,গোপালগঞ্জ, ঢাকা, শেরপুর,নডাইল,মেহেরপুর,বান্দরবান,খাগড়াছড়ি ও রাজবাড়ী জেলায় পিটিআই নির্মাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বৈঠকে কমিটির সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, শামসুল হক চেৌধুরী, মোঃ নজরম্নল ইসলাম বাবু, মোঃ আবুল কালাম, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ এবং উম্মে রাজিয়া কাজল বৈঠকে অংশগ্রহণ করেন।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।