দৈনিক বার্তা-নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ,৭ আগস্ট : অবশেষে কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সদ্য বহিস্কৃত সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজ ও আলোচিত ভিডিও ফুটেজের নায়িকা আয়শা রহমান মিতাসহ ৪ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন মিতার প্রকৃত স্বামী মহব্বত আলী। গতকাল পর্ণোগ্রাফী নিয়ন্ত্রন আইন ২০১২ এর ৮(১) (৯) (৩) (৭) ধারায় এই মামলা হয়েছে। মামলা নং-০৬ ।তাং-০৭/০৮/২০১৪ ইং। মামলায় আরো ২ আসামী হচ্ছেন মমিজের অপকর্ম এর সহযোগি হরতলীর মঙ্গলবাড়ীয়া গ্রামের মৃত জনাব আলী সরদার এর ছেলে এস এম বিদ্যুৎ ও শহরের হাউজিং বি-ব্লকের মৃত মিজানুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান মধু।
মামলার বাদী খন্দকার মহব্বত আলী এজাহারে উল্লেখ করেন ০৫/০৮/২০১৪ ইং তারিখের পূর্বে আমার স্ত্রী হওয়া সত্ত্বেও মোমিজের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গিয়ে যৌন সংগমে লিপ্ত হয় । তাতে সমাজে আমার মান সম্মান ক্ষুন্ন হয় । বাদী আরো উল্লেখ করেন,আসামী মোমিনুর রহমান মোমিজের নির্দেশে এসএম বিদ্যুৎ ও মোস্তাফিজুর রহমান মধু যৌন সংগমের ঘটনা ভিডিও চিত্র ধারন করে এবং আসামীগণ পরস্পর যোগসাজসে উক্ত ভিডিও চিত্র ইন্টারনেটের মাধ্যমে জন সম্মুখে প্রকাশ করে আমার মান সম্মান ক্ষুন্ন করে গর্হিত অপরাধ করেছে। মামলার বাদী খন্দকার মহব্বত আলী আসামীদের আটক করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।
উল্লেখ্য, গত সোমবার হঠাৎ করেই কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের শহরের বিশিষ্ট ব্যবসায়ীর কন্যা ও কুষ্টিয়া শহরের কথাকলি লাইব্রেরীর মালিক মহব্বতের স্ত্রীর সাথে দৈহিক মেলামেশার ১৩৫ মিনিটের অন্তত ০৯ টি ভিডিও ক্লিপ ইন্টারনেটে (ইউটিউব ও গুগলে) কে বা কারা ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যে আলোচিত এই ভিডিও ক্লিপ সবার হাতে হাতে ও মোবাইলে ছড়িয়ে পড়ে। এ ঘটনাটি ছড়িয়ে পড়লে আওয়ামীলীগ নেতা
মোমিজ ওই ভিডিও ক্লিপের নায়িকাকে তার স্ত্রী বলে দাবি করে মিডিয়া কর্মীদের কাছে একটি কাবিন নামা প্রেরণ করেন। ওই কাবিনে ২০-০৫-২০১৪ ইং তারিখে মঙ্গলবাড়িয়ায় বিদ্যুৎ এর বাড়িতে তাদের এক লক্ষ এক টাকা দেন মোহরে বিয়ে হয়েছে বলে তথ্য উপস্থাপন করা হয়। কিন্তু দুই কন্যা সন্তানের জননী ওই মিতার স্বামী কুষ্টিয়া শহরের কথাকলি লাইব্রেরীর মালিক মহব্বত তাদের এখনো তালাক হয়নি বলে দাবি করে তার স্ত্রীকে জোর করে দৈহিক মেলামেশা করতে বাধ্য করা এবং সেই দৃশ্য ভিডিও করে ইন্টারনেটে (ইউটিউব ও গুগলে) ছড়িয়ে দেওয়ার অপরাধে মোমিজ ও তার সহযোগীদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।