দৈনিক বার্তা- ঢাকা,৬আগষ্ট : হজযাত্রীদের নিয়ে ২৭ আগস্ট হজ ফ্লাইট শুরু হচ্ছে৷ এই ফ্লাইট চলবে ২৮সেপ্টেম্বর পর্যন্ত৷ ফিরতি ফ্লাইট শুরু হবে ৮ অক্টোবর থেকে৷বুধবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভা শেষে ধর্মসচিব চৌধুরী মো. বাবুল হাসান সাংবাদিকদের এ তথ্য জানান৷ বাবুল হাসান জানান,এবার মোট ৯৮ হাজার ৭৬২ জন হজে যাচ্ছেন৷ এরমধ্যে এক হাজার ৬০০ জন যাবেন সরকারি ব্যবস্থাপনায়৷অন্যরা বেসরকারি ব্যবস্থাপনা যাবেন৷সচিব বলেন,এবার সার্বিক বিষয় বিশ্লেষণ করে দেখা গেছে,ব্যবস্থাপনায় কোনো ত্রুটি নেই৷ যেসব সমস্যা ছিল, তা সমাধান করা হয়েছে৷ আশা করছি, সফলভাবেই হজ কার্যক্রম পরিচালনা করা যাবে৷
তনি আরো জানান, এ বছর ৯৮ হাজার ৭৬২ জন মুসলি্ল হজে যাচ্ছেন৷ এরমধ্যে এক হাজার ৬০০ জন যাচ্ছেন সরকারিভাবে৷ হজ যাত্রীদের জন্য এ বছর ৮৩৫টি ট্র্যাভেল এজেন্সি কাজ করছে৷এ বছর হজ ফ্লাইটে কোনো বিপর্যয় হবে না উল্লেখ করে তিনে বলেন, পর্যাপ্ত ফ্লাইটের ব্যবস্থা আছে৷ সৌদী আরবে মার্স ভাইরাসের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ধর্ম সচিব বলেন, ঢাকায় আটটি কেন্দ্র থেকে এ ভাইরাসের টিকা নেওয়া যাবে৷ ইতোমধ্যে অনেকে নিয়েছেন৷ এছাড়া সারাদেশে জেলা পর্যায়েও এ ব্যবস্থা রয়েছে৷ যাত্রীদের হয়রানির ব্যাপারে তিনি বলেন,বিমানবন্দরে যাত্রীদের সিটি চেকিং এর ব্যবস্থা আছে৷হজ যাত্রীদের কোনো ধরনের হয়রানি হবে না৷
এদিকে, প্রতারণার মাধ্যমে হজ্ব যাত্রীদের কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷অব অরিয়ন এয়ার সার্ভিসের মালিক শাকিলের বিরুদ্ধে এ অভিযোগে অনুসন্ধানকারী কর্মকর্তাও নিয়োগ করেছে কমিশন৷ কমিশনের সিদ্ধান্ত মোতাবেক বুধবার এ অভিযোগ অনুসন্ধানে দুদকের উপ-সহকারী পরিচালক আজিজুল হককে অনুসন্ধানকারী কর্মকর্তা ও উপ-পরিচালক মো. বেনজীর আহম্মদকে তদারককারী কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে৷ বুধবার দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে৷ সূত্র জানায়, মতিঝিলের সেনা কল্যাণ ভবনে অবস্থিত অব অরিয়ন এয়ার সার্ভিসের মালিক মো.শাকিল হজ্বে পাঠানোর নামে ১৮ জন যাত্রীদের কাছ থেকে মোট ৩৪ লাখ ৭০ হাজার টাকা আত্মসাত করে৷ দুদকে এমন অভিযোগ আসার পর এ অভিযোগ যাচাই-বাছাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন৷ এরই ধারাবাহিকতায় আজ অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে৷