দৈনিক বার্তা- ঢাকা,৬আগষ্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,স্নাতকোত্তর নার্সিং শিৰার জন্য একটি উচ্চতর ইনস্টিটিউশন প্রতিষ্ঠার পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে আরো ১০ হাজার নার্স নিয়োগ দেয়া হবে৷প্রধানমন্ত্রী বলেন,রাজধানীর পূর্ব ও পশ্চিম অংশে একটি করে আরো দু’টি শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে৷তিনি বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণকালে একথা বলেন৷ শেখ হাসিনা ব্রেস্ট ফিডিংয়ের জন্য সর্বোচ্চ সহায়তা ও উত্সাহ প্রদানের জন্য স্বাস্থ্যজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মায়ের দুধ পান করা নবজাত শিশুর অধিকার৷ তিনি মাতৃদুগ্ধ (বিপণন নিয়ন্ত্রণ)-২০১৩ আইন যথাযথভাবে প্রয়োগের জন্যও সংশিস্নষ্টদের প্রতি আহ্বান জানান৷প্রধানমন্ত্রী বলেন, পবিত্র কোরআন শরীফের সুরা বাকারা’র ২৩৩ আয়াতে শিশুকে ২ বছর পর্যনত্ম মায়ের দুধ খাওয়ানোর নির্দেশনা রয়েছে৷
শিশুর স্বাভাবিক বৃদ্ধির জন্য মায়ের দুধের কোন বিকল্প নেই একথা উলেস্নখ করে তিনি বলেন, ৬ মাস পর্যনত্ম শিশুর জন্য মায়ের দুধই একমাত্র পরিপূর্ণ ও নিরাপদ খাবার৷ব্রেস্ট ফিডিংয়ের প্রতি জনসচেতনতা বৃদ্ধিতে সনত্মোষ প্রকাশ কওে শেখ হাসিনা বলেন, গত ৫০ বছরে মায়ের দুধ খাওয়ানোর হার ৪৭ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে ৬৪ শতাংশে উন্নীত হয়েছে৷
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও প্রতিমন্ত্রী জাহিদ মালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজউদ্দিন৷এছাড়া অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ডা. দীন এম নূরম্নল হক, পরিবার পরিকল্পনা অধিদফতরের ডিজি নূর হোসেন তালুকদার, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের সভাপতি এস কে রায় ও জাতীয় স্বাস্থ্য ও পুষ্টি ইনস্টিটিউটের পরিচালক ডা. এম শাহনেওয়াজ বক্তৃতা করেন৷স্বাস্থ্যসেবায় গতি বাড়াতে আরো ১০ হাজার নার্স নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
একইসঙ্গে বাংলাদেশের প্রতিটি জেলায় নার্সিং ইনস্টিটিউট এবং ঢাকাসহ প্রতিটি বিভাগে আরো কয়েকটি শিশু হাসপাতাল নির্মাণ করা হবে বলেও জানিয়েছেন তিনি৷শেখ হাসিনা বলেন, আমরা ৭ হাজার ডাক্তার, সহকারী ডাক্তার নিয়োগ দিচ্ছি৷ আর নার্সের জন্য মাত্র ৫ হাজার পদ সৃষ্টি করা হয়েছে; এটা অসামঞ্জস্যপূর্ণ৷ আমি বলব, আরো অন্তত ১০ হাজার নার্স যেন নিয়োগ দেয়া হয় সে ব্যবস্থা নিতে৷ এক্ষেত্রে অর্থের কোনো সমস্যা হবে না বলেও নিশ্চয়তা দেন সরকার প্রধান হাসিনা৷ সব বিষয়ের শিক্ষার্থীদের নার্সিংয়ে স্নাতক কোর্সে ভর্তির সুযোগ দিতেও সংশ্লিষ্টদের বলেন তিনি৷প্রধানমন্ত্রী নার্সিং পেশার গুরুত্ব তুলে ধরে তার উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন৷ গ্রাজুয়েট নার্সিংয়ের সিস্টেমই ছিল না,আমরা এটাতে পরিবর্তন এনেছি৷ নার্সিং ইনস্টিটিউটও আমরা তৈরি করছি এবং আমাদের লক্ষ্য আছে প্রতিটি জেলায় জেলায় নার্সিং ইনস্টিটিউট আমরা তৈরি করে দিচ্ছি৷নার্সিং পেশার মর্যাদা বাড়াতে এই পদগুলোকে দ্বিতীয় শ্রেণির মর্যাদায় উন্নীত করার কথা বলেন তিনি৷ উচ্চতর প্রশিক্ষণ ও ডিগ্রির জন্য বিদেশে নার্স পাঠানোর সুযোগ করে দেয়ার কথাও তিনি বলেন৷
শেখ হাসিনা বলেন, সারা পৃথিবীতেই নাসর্রা শুধু রোগীর সেবা করে না, আসলে তারা পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট তৈরি করে ডাক্তারদের দেয়; তারপর ডাক্তাররা পরীক্ষা করে৷ আমাদের দেশেও আমরা চিকিত্সা ব্যবস্থা সেই মানে নিয়ে যেতে চাই৷ প্রধানমন্ত্রী জানান, গত পাঁচটি বিসিএস পরীক্ষার মাধ্যমে ২ হাজার ৪৪০ জন সহকারী সার্জন নিয়োগ এবং ১৯৬ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেয়া হয়েছে৷ অস্থায়ী (এডহক) ভিত্তিতে ৪ হাজার ১৩৩ জন সহকারী সার্জন নিয়োগ দেয়া হয়েছে৷৩৩তম বিসিএসের মাধ্যমে ৬ হাজার ২২১ জন সহকারী সার্জন বৃহস্পতিবার কাজে যোগ দেবেন বলেও জানান তিনি৷
শিশুদের জন্য রাজশাহী,বরিশাল ও সিলেটে শিশু হাসপাতাল নির্মাণের কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী৷একইসঙ্গে ঢাকায় আরো কয়েকটি এবং প্রতিটি বিভাগেই শিশু হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি৷ শিশুর পরিপূর্ণ বেড়ে ওঠার জন্য মায়ের দুধ পানের ওপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, শিশুদের জন্য মায়ের দুধের বিকল্প অন্য কিছু হতে পারে না৷ তবে এজন্য মায়েদের যত্ন একান্তভাবে প্রয়োজন৷সন্তানসম্ভবা এবং সন্তান জন্মের পরে মায়েদের স্বাস্থ্যসেবার বিষয়েও সংশ্লিষ্টদের দায়িত্ববান হতে পরামর্শ দেন তিনি৷ একইসঙ্গে শিশুদের মায়ের দুধপান ও মাতৃস্নেহ নিশ্চিতে অফিস, আদালতসহ বিভিন্ন স্থানে ডে-কেয়ার সেন্টার স্থাপনের ওপর জোর দেন প্রধানমন্ত্রী৷ অনেক জায়গায় এটা হচ্ছে না৷ সেখানে করতে হবে৷ শুধু সরকারি অফিস করলেই হবে না; বেসরকারি যেসব অফিস আছে সেখানেও এ ধরনের সুযোগ সৃষ্টি করে দিতে হবে৷অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মা ও শিশুদের নিয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন৷