দৈনিক বার্তা- ঢাকা, ৬আগষ্ট : বৃহস্পতিবার ওল্ডট্রাফোর্ডে ভারতের বিপক্ষে শুরম্ন হওয়া চতুর্থ টেস্টের আগে ইংল্যান্ডের সামনে বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে জয়ের অভিনন্দন বার্তার ঢেউ অব্যাহত রাখা৷ গত সপ্তাহে সাউদাম্পটনে তৃতীয় টেস্টে ২৬৬ রানের জয় পেয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা আনে ইংল্যান্ড৷একই সঙ্গে দশ টেস্টে জয় না পাওয়ার বৃত্ত থেকে বেরিয়ে আসে এলিস্টার কুকের দল এবং অধিনায়ক নিজে দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করে ফর্মে ফেরেন৷ অবশ্য প্রথম ইনিংসে ১৫ রানে জীবন না পেলে সব কিছুই ভিন্ন হতে পারত৷কুক বলেন, জয় পাওয়া কি এখন সবাই সেটা জানে৷ এখন আমাদের সামনে চ্যালেঞ্জ ওল্ডট্রাফোর্ডে জয়ের পুনরাবৃত্তি ঘটানো এবং সিরিজ জয়ের চেষ্টা করা৷সাউদাম্পটনে সফল হওয়ার একদিন পরই আরেকটি ‘বিজয়’ অর্জন করে ইংল্যান্ড৷
নটিংহ্যামে ড্র হওয়া প্রথম টেস্টে রবীন্দ্র জাদেজার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ায় পেসার জেমস এন্ডারসনের বিপক্ষে শৃংখলা ভঙ্গের অভিযোগ আনে ভারত৷ কিন্তু গর্ডন লুইসের নেতৃত্বাধীন আইসিসির বিচারিক কমিশন নির্দোষ ঘোষণা করলে নিষিদ্ধাদেশের হাত থেকে রক্ষা পান এন্ডারসন৷ তাকে নিষিদ্ধ না করাটাকেই ‘বিজয়’ মনে করছে ইংল্যান্ড৷ সাউদাম্পটনে ৭৭ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হওয়া এবং সিরিজে এ পর্যনত্ম সর্বোচ্চ (১৬) উইকেট শিকারি ফাস্ট মিডিয়াম এ বোলার নিস্কৃতি পাওয়ায় ইংল্যান্ডের হাফ ছেড়ে বাঁচা সহজেই বোধগম্য৷ তবে আইসিসি মঙ্গলবার জানিয়েছে এন্ডারসন এবং জাদেজাকে লুইসের নির্দোষ ঘোষণার বিষয়টি তারা খতিয়ে দেখছেন৷ এর আগে জাদেজাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও করা হয়৷নতুন করে কোন সিদ্ধানত্ম না হলে ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি ইয়ান বোথামের ৩৮৩টি থেকে মাত্র ১২ উইকেটে পিছিয়ে থাকা এন্ডারসন নিজ মাঠ ওল্ডট্রাফোর্ডে খেলার জন্য মুক্ত৷
সাউদাম্পটনে এন্ডারসন এবং স্টুয়ার্ট ব্রডের সমন্বয়ে গড়া ইংল্যান্ড পেস আক্রমণকে যথাযোগ্য সাহায্য করেছেন ‘পার্ট টাইম’ বোলার স্পিনার মঈন আলী৷ দ্বিতীয় ইনিংসে ৬৭ রানে ৬ উইকেট শিকার করে মঈন এখন আলোচনার কেন্দ্র বিন্দু৷ তৃতীয় টেস্টে ইনজুরিতে পড়া লিয়াম পস্নানকেটের পরিবর্তে চতুর্থ টেস্টে পেসার স্টিভেন ফিনকে দলে ডেকেছে ইংল্যান্ড৷ইংল্যান্ড দলের হতাশাজনক অস্ট্রেলিয়া সফরের প্রথম দিকেই মিডলসেঙ্ পেসার ফিনকে দেশে ফেরত পাঠিয়েছিল ইংল্যান্ড৷ ৫-০ ম্যাচে হোয়াইটওয়াশ হয়ে এ্যাশেজ সিরিজে কোন ম্যাচেই খেলার সুযোগ পাননি তিনি এবং কোন ম্যাচে খেলার সুযোগ না পাওয়ার পর দলের ওয়ানডে কোচ এ্যাশলে জাইলস তাকে ‘নির্বাচনের অযোগ্য’ বলে অভিহিত করেছিলেন৷ কিন্তু কঠোর পরিশ্রম করার মাধ্যমে কাউন্টি চ্যাম্পিয়নশীপে এ পর্যনত্ম ৪৪ উইকেট শিকার করে আবারো নির্বাচকদের নজরে এসেছেন ৬ফিট ৭ ইঞ্জি লম্বা ফিন৷মঈন আলীর হুমকি মোকাবেলা করার জন্য ভারত অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে খেলাতে পারে৷ পিচের কন্ডিশন বিবেচনা করে বোলিং আক্রমণ শক্তিশালী করার লক্ষ্যে এ বছর প্রথমবারের মত অশ্বিনকে মাঠে নামাতে পারে ভারত৷
ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেন, সাউদাম্পটনে মঈন ভাল বোলিং করেছে৷ তবে আমরা ভাল বোলিং করতে দিয়েছি৷স্পিনারদের বিপক্ষে ইতিবাচক থাকাটা গুরুত্বপূর্ণ৷লর্ডস টেস্টের নায়ক ইশানত্ম শর্মা চতুর্থ ম্যাচ থেকেও নাম প্রত্যাহার করে নেয়ায় ভারতীয় দলের পেস বোলিংয়ের অভাব দেখা দিয়েছে ৷ দুই বছর আগে একটি মাত্র টেস্ট খেলা ঝাড়খন্ড ফাস্ট বোলার বরম্নন এ্যারনকে দলে দেখা যেতে পারে৷ অবশ্য পঙ্কজ সিং পাইপ লাইনে থাকায় দলে বরম্ননের জায়গা পাওয়া কিছুটা কঠিন হতে পারে৷সাউদাম্পটনে টেস্ট অভিষেক হওয়া বরুন ১৭৯ রান দিয়েও কোন উইকেট নিতে পারেননি৷ যা টেস্ট ক্রিকেটে সবচেয়ে খারাপ রেকর্ডগুলোর একটি৷ অবশ্য ভাগ্যের সহায়তাও পাননি তিনি৷
সিরিেেজ এ পর্যনত্ম সবের্াচ্চ ৩৭ রানের ইনিংস খেলা শিখর ধাওয়ান দল থেকে বাদ পড়তে পারেন৷ ছয় ইনিংসে তার মোট রান ১২২৷২০১২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে নিজের সর্বশেষ ৫৪তম টেস্ট খেলা বাঁ-হাতি ওপেনার গৌতম গম্ভীর আছেন অপেক্ষায়৷