দৈনিক বার্তা-কলকাতা : কলকাতায় ধৃত বাংলাদেশের বহু আলোচিত নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামী নূর হোসেনের সঙ্গে দেখা করলেন নারায়নগঞ্জের সোনারগাঁও থানার বাসিন্দা তথা নারায়নগঞ্জের আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বলে পরিচয় দেওয়া মুনির হোসেন। যদিও নূর হোসেনের সঙ্গে দেখা করার বিষয়টি তিনি অস্বীকার করেন। সোমবারই সকাল সাড়ে আটটা নাগাদ দমদম কেন্দ্রীয় কারাগারে যান মুনির হোসেন। বিকেল চারটে নাগাদ অত্যন্ত গোপনীয়তার সঙ্গেই কারাগারে প্রবেশ করেন তিনি। বিকেল সাড়ে চারটায় কারাগারের বাইরে অপেক্ষমান মুনির হোসেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন ‘নুর হোসেনের সঙ্গে আমার কোন পরিচয় নেই। তার সঙ্গে দেখাও হয়নি, কথাও হয়নি’।
আর এখানেই উঠেছে প্রশ্ন। গত সোমবার উত্তর চব্বিশ পরগনা জেলা আদালতে তোলার সময়ে নূর হোসেন বলেছিলেন ‘বাংলাদেশ থেকে আমার বাড়ির লোক এসেছে। তাদের সঙ্গে এখনও কথা হয়নি। পরিবারের লোকের সঙ্গে কথা বলে আইনজীবি নিয়োগের বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে’। এর একদিন পরেই মুনির হোসেনের কারাগারে আগমনকে ঘিরে কানাঘুষো উঠতে শুরু করেছে। তবে কার সঙ্গে দেখা করলেন মুনির?
মুনির হোসেনকে এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন ‘কেবলমাত্র বাল্য বন্ধু (ওয়াহিদুর জ্জামান সেলিম)-র সঙ্গে দেখা করেছি। নিজেকে ওয়াহিদুরের ছোটবেলার বন্ধু বলে পরিচয় দিয়ে মুনির হোসেন বলেন আমাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। আমি তাঁর জন্য কাপড় কাঁচার সাবান এবং একটি বিস্কুটের প্যাকেট কিনে নিয়ে যাই’। মুনির হোসেন জানান ‘যদিও আমি ব্যবসার কাজে ভারতে এসেছি। তবে জেলে ওয়াহিদুরের বন্দি থাকার খবর শুনে আমি তাঁর সঙ্গে দেখা করতে এলাম। ওয়াহিদুরের সঙ্গে ছোটবেলায় একই সঙ্গে লেখাপড়া করেছি। আমাদের দুইজনের গ্রামই পাশাপাশি ছিল।’
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও বরিষ্ঠ আইনজীবি চন্দন সরকার সহ সাতজনের অপহরণ ও খুনের ঘটনায় প্রধান আসামী নূর হোসেন ও তাঁর দুই সহযোগী-কেও গত ১৪ জুন কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা কৈখালি’র একটি বহুতল আবাসন থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর কয়েকদফায় রিমান্ড শেষে বর্তমানে দমদমের কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন নূর হোসেনসহ তিন আসামী।